বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের অপারেশন সিঁদুরের ধাক্কা সামাল দিতে না পেরে দু মাসে দুবার আমেরিকা সফর করলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির! এবার সেই মার্কিন মুলুকে দাঁড়িয়েই ভারতকে কড়া হুমকির পাশাপাশি নিজেদের সাথে সাথে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংসের হুঁশিয়ারি দিলেন পাক সেনা জেনারেল মুনির। একই সাথে ভারতকে 10 মিসাইলের জুজু দেখালেন পাকিস্তানের ফিল্ড মার্শাল।
আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বড় বাতেলা মুনিরের
ভারতের সাথে সংঘাত পর্বের পর দু মাসের মধ্যে দ্বিতীয়বার আমেরিকা সফর করেছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির। বর্তমানে মার্কিন সফরে রয়েছেন তিনি। আর এরই মাঝে ফ্লোরিডার টাম্পায় শিল্পপতি আদনান আসাদ আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে যোগ দিয়ে পাকিস্তানের ক্ষমতা বোঝাতে গিয়ে মুনির বলেন, আমরা কিন্তু পরমাণু শক্তিধর দেশ।
আমাদের যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব। বিশেষজ্ঞ মহলের অনেকই মনে করছেন, তীরের ডগায় ভারতকে রাখলেও আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তৃতীয় কোনও দেশকে পরমাণু হামলার হুমকি খুবই বিরল। তবে দাদা আমেরিকার হাত মাথায় রেখে সেই বিরল ঘটনা ঘটালেন মুনির।
এদিন পরমাণু হামলার পাশাপাশি সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিতের পর ভারতের বাঁধ তৈরির প্রসঙ্গকে সরাসরি নিশানা করে মুনির বলেন, ভারত বাঁধ তৈরি করছে করুক। যখন ওদের বাঁধ তৈরি হয়ে যাবে, আমরা একসাথে 10টি মিসাইল ছুঁড়ে সব ধ্বংস করে দেব। দ্য প্রিন্ট সূত্রে খবর, এদিন ভারতের সিন্ধু জল বন্টন চুক্তির কথা স্মরণ করিয়ে মুনির নাকি জানিয়েছিলেন, সিন্ধু নদ ভারতের পৈতৃক সম্পত্তি নয়। আমাদের কাছে ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই।
অবশ্যই পড়ুন: খুব শীঘ্রই হতে পারে পরবর্তী যুদ্ধ! মুনিরের হুমকির আগেই জানান ভারতীয় সেনাপ্রধান
প্রসঙ্গত, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাক সেনাপ্রধানের এমন হুমকি প্রসঙ্গে অনেকেই বলছেন, আমেরিকার হাত কাঁধে নিয়েই এই সাহস পাচ্ছে পাকিস্তান! যদিও তার পেছনে রয়েছে, পাকিস্তানের তৈল ভান্ডার থেকে আমেরিকার লাভের বিষয়টি! তবে পাকিস্তানে আদৌ কোনও তেলের ভান্ডার আছে কিনা সে বিষয়ে কোনও বিশ্বাসযোগ্য তথ্য আপাতত নেই! তবে ট্রাম্প মনে করেন, পাকিস্তানের তৈল ভান্ডার থেকে দু’দেশের ব্যাপক উন্নতি হবে! আর এই গোটা বিষয়টিকে সামনে রেখেই বিশ্লেষকদের দাবি, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে প্রশ্রয়ে ভারতকে একের পর এক ফাঁকা আওয়াজ দিচ্ছেন মুনির!