১০০০ রান, ১০০ উইকেট! এশিয়া কাপে ইতিহাস তৈরির সুযোগ রয়েছে পান্ডিয়ার

Hardik Pandya has a chance to make history in the Asia Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শীঘ্রই শেষ হবে অপেক্ষা। আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত এশিয়া কাপ, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলর ঢাকা ভিত্তিক বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের অংশগ্রহণের পর থেকেই এশিয়া কাপে ভারতের অংশগ্রহণও স্পষ্ট হয়ে গিয়েছে।

সব ঠিক থাকলে, আগস্টের তৃতীয় সপ্তাহেই এশিয়া কাপের দল ঘোষণা করবে BCCI। আর সেই দলে ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া যে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন সে কথা বলার অপেক্ষা রাখে না। News 18 এর রিপোর্ট অনুযায়ী, এশিয়া কাপের মঞ্চে বড় মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে পান্ডিয়ার। যা করে দেখাতে পারলেই বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বড় কৃতিত্ব অর্জন করবেন তিনি।

এশিয়া কাপে ইতিহাস তৈরির সুযোগ রয়েছে পান্ডিয়ার

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে হার্দিক পান্ডিয়ার দাপট কতটা তা জানতে বাকি নেই কারোরই। আসন্ন এশিয়া কাপেও সেই আত্মবিশ্বাস নিয়েই পান্ডিয়াকে মাঠে নামতে দেখতে চাইবেন ভক্তরা। আর এই যাত্রায় ইতিহাস তৈরির সুযোগ রয়েছে হার্দিকের কাছে।

বলা বাহুল্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত 1812 রান ও 94টি উইকেট রয়েছে পান্ডিয়ার। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এশিয়া কাপের মঞ্চে হার্দিক যদি আর মাত্র 6টি উইকেট তুলতে পারেন তবে তিনি বিশ্বের দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে 1000 রান ও 100টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করতে পারবেন। যদিও বর্তমানে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পান্ডিয়া ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এবং পঞ্চম রান সংগ্রাহক।

যেখানে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে 1000 এর বেশি রান ও 100টি উইকেট পেয়েছেন। বলা বাহুল্য, অলরাউন্ডার হিসেবে পান্ডিয়ার পাশাপাশি আসন্ন এশিয়া কাপে 1000 রান ও 100 উইকেটের মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে আফগানিস্তানের মহম্মদ নবীরও। কারণ বর্তমানে এই আফগান তারকার ঝুলিতে রয়েছে 2237 রান ও 97 টি উইকেট। কাজেই এশিয়া কাপে আর মাত্র 3টি উইকেট তুলতে পারলেই লক্ষ্যে পৌঁছে যাবেন তিনি।

অবশ্যই পড়ুন: ভারতের বাঁধ গুঁড়িয়ে দেব, অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হব! আমেরিকায় বাতেলা মুনিরের

উল্লেখ্য, আগামী 10 সেপ্টেম্বর এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। এরপর 14 সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারতের ছেলেরা। বলে রাখি, এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট 8টি দল। প্রত্যেকেই নিজেদের সর্বস্ব দিয়ে এশিয়ার বৃহৎ টুর্নামেন্টটিতে ঝাঁপাতে চলছে।

Leave a Comment