দন্ডি কেটে আদিযোগী যাওয়ার পথে বর্ধমানে গ্রেফতার শিব ভক্ত দীপ! উঠল ভয়ঙ্কর অভিযোগ

Shiv Bhakta deep arrested by police in Bardhaman

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভগবান শিবের প্রতি অগাধ বিশ্বাস নিয়ে বর্ধমান থেকে দন্ডি কেটে আদিযোগী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শিব ভক্ত দীপ। যাত্রা শুরুর আগে থেকেই রাজ্যের বহু মানুষের তরফে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তবে আদিযোগী যাওয়ার আগেই ঘটলো বিপত্তি। জানা যাচ্ছে, বর্ধমানের সেহারা বাজার এলাকায় নবনির্মিত রামকৃষ্ণ আশ্রমে অসামাজিক কাজকর্ম চালানোর অভিযোগে মহাদেব ভক্ত দীপ এবং তার সঙ্গীদের আটক করেছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলছিলেন দীপ। ভগবান শিবের নাম করে এতদিন সাধারণ মানুষকে বোকা বানিয়ে এসেছেন তিনি। অভিযোগ উঠছে, দীপ এবং তার বন্ধুরা নাকি রামকৃষ্ণ আশ্রমে গাঁজা, মদের আসর বসিয়েছিলেন। পাশাপাশি আশ্রমে মাংস তোলারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গোপন সূত্রে সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেহারা ফাঁড়ির পুলিশ। এরপরই আটক করা হয় দীপ ও তার দলবলকে।

দীপ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

সদ্য সমাজমাধ্যমে ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিও মারফত খবর, সেহারা বাজারের নবনির্মিত রামকৃষ্ণ আশ্রমে দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই আসা যাওয়া ছিল মহাদেব ভক্ত দীপ এবং তার সঙ্গীদের। অভিযোগ, নিজেকে শিবের পরম ভক্ত দাবি করে ওই আশ্রমের মধ্যে বন্ধুদের নিয়ে মদ, গাঁজার আসর বসাতেন দীপ।

সেই খবর পেতেই, রামকৃষ্ণ আশ্রম এলাকা থেকে দীপ ও তাঁর বেশ কয়েকজন বন্ধুকে আটক করে পুলিশ। এদিকে, স্থানীয়দের একটা বড় অংশের অভিযোগ, দিনের পর দিন সাধারণ মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলেছেন দীপ। আদিযোগী যাওয়ার নাম করে সঙ্গীদের নিয়ে বিভিন্ন অসামাজিক কাজকর্ম চালাচ্ছিলেন তিনি।

সূত্রের খবর, শিব ভক্তি দেখিয়ে আদিযোগী যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও নাকি বিভিন্ন জায়গায় বিশ্রামের নাম করে সঙ্গীদের নিয়ে মদ, গাঁজা সেবন করছিলেন শিব ভক্ত দীপ। আর তাতেই এক লহমায় গুণগান গাওয়া মানুষদের মুখেই এবার একাধিক কটুক্তি শুনতে হচ্ছে শিব ভক্ত হিসেবে এতদিন পরিচিত যুবককে।

 

 

শিব ভক্ত দীপ ও তার সঙ্গীরা সেহারা নব নির্মিত রামকৃষ্ণ আশ্রমে তুললো ম*দ তার পর কী হলো দেখুন ঘটনাস্থলে পুলিশ

Posted by Krishaksetu Bangla on Sunday, August 10, 2025

অবশ্যই পড়ুন: ১০০০ রান, ১০০ উইকেট! এশিয়া কাপে ইতিহাস তৈরির সুযোগ রয়েছে পান্ডিয়ার

উল্লেখ্য, অসামাজিক কাজকর্ম চালানোর অভিযোগ দীপ এবং তার বন্ধুদের গ্রেফতার করা হলেও, অনেকেই মনে করছেন এই ধরনের কাজে দীপের কোনও হাত নেই। তাঁকে তাঁর সঙ্গীরা এমন অগ্রহণযোগ্য কাজ করতে বাধ্য করেছে! ভাইরাল হওয়া একটি ভিডিওতেও এক ব্যক্তিকে বলতে শোনা যায়, দীপ সত্যিই ভাল ছেলে! যত নষ্টের মূল এরা…( দীপের সঙ্গীরা)

Leave a Comment