বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভ্যানচোর সন্দেহে জামাই শ্বশুর নিহতের ঘটনায় বাংলাদেশের রংপুরে অজ্ঞাত পরিচয় 700 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ওপার বাংলার একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রংপুরের তারাগঞ্জে সাধারণ মানুষের গণপিটুনিতে জামাই এবং শ্বশুরের মৃত্যু হওয়ার পরই 700 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগে মামলার রুজুর পাশাপাশি ঘটনার বিচারের দাবিতে রংপুর দিনাজপুর মহাসড়কে মরদেহ রেখে বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী। আর তাতেই এখন শিরোনামে বাংলাদেশ।
ঠিক কী ঘটেছিল?
গত শনিবার রাতে তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট বটতলায় ভ্যান চুরির অভিযোগ এনে বাংলাদেশের ঘনীরমপুর গ্রামের রুপলাল দাস ও তাঁর ভাগ্নি জামাই প্রদীপ দাসকে বেধড়ক মারধর করেন এলাকাবাসী। আর তাতেই মৃত্যু হয় ওই দুই ব্যক্তির।
পরিবার সূত্রে খবর, এদিন রুপলাল তাঁর মেয়ের বিয়ের দিন ঠিক করতে ভাগ্নি জামাই প্রদীপকে নিয়ে ভ্যানে করে পাত্রের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পরবর্তীতে তারাগঞ্জ কাজিরহাট সড়কের বটতলায় পৌঁছলে স্থানীয়রা তাদের ভ্যানচোর সন্দেহে আটক করেন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রথমদিকে প্রদীপদের ব্যাগে তল্লাশি চালিয়ে স্পিড ক্যানের বোতলে বিকট দুর্গন্ধযুক্ত পানীয় এবং কিছু ওষুধ পাওয়া যায়। জানা গেছে, ওই বোতলের ঢাকনা খুলতেই স্থানীয় কয়েকজন ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন।
এরপরই সন্দেহ বাড়ে বাকিদের। আর তারপরই রুপলাল ও প্রদীপের উপর চড়াও হয় স্থানীয়রা। বেধড়ক মারধরের জের, একসময় কান দিয়ে রক্ত পড়তে শুরু করে দুজনের। এরপরই তড়িঘড়ি তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাঁদের। তবে চিকিৎসক সূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই রূপলালের মৃত্যু হয়েছিল। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রদীপেরও।
অবশ্যই পড়ুন: ১০০০ রান, ১০০ উইকেট! এশিয়া কাপে ইতিহাস তৈরির সুযোগ রয়েছে পান্ডিয়ার
700 জনের বিরুদ্ধে মামলা দায়ের
বাংলাদেশের তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত এক কর্মকর্তা জানিয়েছেন, রুপলাল এবং প্রদীপের মৃত্যুর পর রুপলালের স্ত্রী ভারতী রানী বিকেল নাগাদ 500 থেকে 700 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার করা মামলার ভিত্তিতে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে সন্দেহের খাতায় রাখছে নিহত রূপলালের পরিবার।
Yesterday, extremists killed two Hindus based on false theft accusations. Today, the families marched with the bodies—only hoping for justice… yet the government remains silent!!
🗓️ 09 August 2025
📍Burirhat, Taraganj, Rangpur#SaveBangladeshiHindus @MEAIndia @hrw @ANI pic.twitter.com/7BjPk6RRHd— Save Bangladeshi Hindus🇧🇩 (@SBHPage) August 10, 2025