বাবরের শূন্য, ওয়েস্টইন্ডিজের কাছে হারের জের ICC ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ক্ষতি পাকিস্তানের

ICC ODI Rankings Pakistan cricket team position

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে এমনিতেই দুঃসময় কাটাচ্ছে পাকিস্তান দল। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ চলছে গ্রিন আর্মির। আর তারই মাঝে এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের র‍্যাঙ্কিং তালিকায় বড় ধাক্কা খেলো পাকিস্তান। বলে দিই, ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫ উইকেটে পরাজিত হয়েছে বাবর আজমরা। আর এই ম্যাচে পাকিস্তানের স্টার ক্রিকেটার বাবর আজম শূন্য রানে আউট হয়েছেন। যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে।

আইসিসির রিপোর্ট অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাঝেই ICC ওয়ানডে টিম র‍্যাঙ্কিং তালিকায় বড়সড় ক্ষতি হয়েছে পাক দলের। রিপোর্ট যা বলছে, তালিকায় এই মুহূর্তে একদিনের ক্রিকেটে ভারতীয় দলের অবস্থান শীর্ষে হলেও, পাকিস্তান কিন্তু তাঁর পুরনো অবস্থান থেকে সরে এক ধাপ নেমে এসেছে।

ICC ওয়ানডে র‍্যাঙ্কিং তালিকায় পাকিস্তানের অবস্থান

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়ানডে র‍্যাঙ্কিং লিস্ট অনুযায়ী, এই মুহূর্তে তালিকার শীর্ষে রয়েছে ভারতীয় দল। একদিনের ক্রিকেটে বিগত সিরিজ গুলিতে দুর্দান্ত পারফর্ম করে ওয়ানডে তালিকার মগডালে উঠেছে ভারত ( 124 পয়েন্ট)। তবে ভারতের এমন সাফল্যের নেপথ্যে কিন্তু গত চ্যাম্পিয়নস ট্রফি জয়ের গুরুত্ব অস্বীকার করা যায় না।

ভারতের পর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। এই দলই গত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে রানার্স আপ হয়েছিল। এরপর একদিনের ক্রিকেটে দাপট দেখিয়ে ICC-র তালিকায় তৃতীয় নম্বরে জায়গা হয়েছে অস্ট্রেলিয়ার। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, র‍্যাঙ্কিং তালিকায় পাকিস্তান তার চতুর্থ অবস্থান হারিয়েছে। হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন তালিকায় একদিনের ক্রিকেটে চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানের ঠিকানা এখন পঞ্চম স্থানে।

আসলে, বিগত দিনগুলিতে ওয়ানডে ক্রিকেটে একের পর এক ম্যাচ হেরে আন্তর্জাতিক ক্রিকেটে ঘোর দুঃসময় ডেকে আনার পাশাপাশি ICC র‍্যাঙ্কিং তালিকাতেও পিছিয়ে পড়েছে পাকিস্তান দল। তবে হ্যাঁ, পঞ্চম অবস্থান থেকে পাকিস্তানের পতন আপাতত কিছুটা হলেও কঠিন। কারণ তালিকার ষষ্ঠ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট 96, অন্যদিকে পাকিস্তানের বর্তমান পয়েন্ট 102।

অবশ্যই পড়ুন: বিয়ের দিন ঠিক করতে যাওয়ার পথেই গণপিটুনি! বাংলাদেশে নিহত জামাই-শ্বশুর

উল্লেখ্য, পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ফলাফল নির্ধারণী শেষ ওয়ানডে এখনও বাকি। আর তার আগেই ICC র‍্যাঙ্কিং তালিকার 11তম অবস্থান থেকে দশম স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে বাংলাদেশ এখন তালিকার একাদশ তম স্থানে।

Leave a Comment