সৌভিক মুখার্জী, কলকাতা: রবিবার সন্ধ্যাবেলা শিলিগুড়ির (Siliguri) সেবক রোডে ঘটে ব্যাপক চাঞ্চল্য। হ্যাঁ, এক আইনজীবীর গাড়িতে পিছন দিকে ধাক্কা মারে আরেকটি গাড়ি। আর সেই ঘটনার জন্য প্রায় তিন ঘন্টা থেমে যায় ওই রাস্তায় যান চলাচল। অভিযোগ ওঠে সিভিক ভলেন্টিয়ারের দিকে। সিভিকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় হামলা, অশালীন মন্তব্য আর দাদাগিরির অভিযোগও তুলেছে ওই আইনজীবী ও স্থানীয় বাসিন্দারা।
কীভাবে ঘটল ঘটনাটি?
স্থানীয় সংবাদ সূত্রে খবর, আইনজীবির গাড়িতে অন্য একটি গাড়ি ধাক্কা মারার পর এক সিভিক ভলেন্টিয়ার দোষী গাড়ি চালককে সেখান থেকে চলে যেতে সাহায্য করে। আর তাতেই আপত্তি জানায় আইনজীবী এবং তার সঙ্গীরা। এরপরেই শুরু হয় কথা কাটাকাটি, যা দ্রুত মারামারিতে রূপ নেয়।
আইনজীবী দাবি করছে, তাঁর স্ত্রী যখন ঘটনাস্থলে ছিলেন, তখন এক সিভিক ভলেন্টিয়ার তার ভিডিও করতে শুরু করেন এবং অশালীন মন্তব্যও করে বসেন। এদিকে স্থানীয় ও আইনজীবীদের ব্রুদ্ধে অভিযোগ ওঠে, পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও দুই সিভিক ভলেন্টিয়ারকে মারধর করা হয়, এমনকি জামাও ছিঁড়ে দেওয়ার কথা শোনা যায়। আইনজীবী জানান, প্রথমে এক সিভিক ভলেন্টিয়ার ক্ষমা চাইতে আসলেও পরক্ষণে আরেক মদ্যপ সিভিক ভলেন্টিয়ার এসে হামলা করে। আর এই অভিযোগে স্থানীয়দের ক্ষোভ আরও বেড়ে যায়।
তবে হ্যাঁ, আইনজীবির পাশে এসে দাঁড়িয়েছিলেন এলাকার বহু মানুষ। তারা শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে নয়, বরং ট্রাফিক পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন। আর এর পরেই শুরু হয় রাস্তা অবরোধ। সবথেকে বড় ব্যাপার, প্রায় তিন ঘন্টা ধরে সেবক রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। আর এর ফলে দীর্ঘ যানজট তৈরি হয়।
আরও পড়ুনঃ পাসপোর্ট চুরির অভিযোগে এয়ারপোর্টে মারপিট দুই বাঙালি মহিলার, ভাইরাল ভিডিও
প্রতিবাদে নামল সিভিক ভলান্টিয়াররা
সিভিক ভলেন্টিয়ারের উপর মারধরের অভিযোগে আজ অর্থাৎ সোমবার রাস্তায় প্রতিবাদে নেমেছে তাঁরা। হ্যাঁ, ভিডিওতে দেখা যাচ্ছে দল বেঁধেই তারা ভক্তিনগর থানায় এসে প্রতিবাদ করছে। এমনকি যে সিভিক ভলেন্টিয়ার গতকাল মার খেয়েছিল, সেও তার মধ্যে উপস্থিত রয়েছেন। তাকে কেন মারধর করা হল, সেই অভিযোগেই মূলত তারা আন্দোলনের পথে। এখন দেখার বাকিটা কী হয়।