বাইরে অক্ষরধাম, ভিতরে কেদারনাথ ও সিঁদুর অভিযান! এবার আসানসোলে তিন মডেলে মণ্ডপ

Durga Puja 2025

প্রীতি পোদ্দার, কলকাতা: ঢাকের বাদ্দি বাজল বলে! ইতিমধ্যেই দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা। কারণ খুব বেশি যে আর দেরি নেই, পুজোর বাকি মাত্র আর ৪৯ দিন, তাই মায়ের আগমনের অপেক্ষায় সকলেই বেশ ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে প্যাণ্ডেলে প্যাণ্ডেলে শুরু হয়ে গিয়েছে কাজ। কোন জায়গায় কী থিম হবে তাই নিয়ে লিখতে বসে গিয়েছে বাঙালিরা। এমন পরিস্থিতিতে নয়া চমক নিয়ে আসল আসানসোলের ধেমোমেন কোলিয়ারি অঞ্চল।

পুজোয় বড় চমক আসানসোলে

সম্প্রতি এক ভাইরাল ভিডিওর মাধ্যমে জানা গিয়েছে চলতি বছর আসানসোলের ধেমোমেন কোলিয়ারি অঞ্চলে ৫৪তম বর্ষে পদার্পণ করতে চলেছে। আর তাই সেই উপলক্ষে এবারে পুজোর থিম নিয়ে এসেছে চোখ ধাঁধানো আকর্ষণ। জানা গিয়েছে চলতি বছর দুর্গাপূজায় দিল্লির অক্ষরধাম মন্দির-এর আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছেধেমোমেন কোলিয়ারি অঞ্চলে। উল্লেখযোগ্য বিষয় হল বাইরের গঠন দিল্লির এই নজরকাড়া মন্দিরের আদলে তৈরি হলেও ভিতরে মন্দিরের গঠন থাকবে কেদারনাথ এবং অপারেশন সিঁদুরের আদলে গঠন করা হতে চলেছে। অর্থাৎ সহজ ভাষায় ধেমোমেন কোলিয়ারি অঞ্চলে এবার পুজোর টুইস্ট হতে চলেছে থ্রি ইন ওয়ান, যা এর আগে কখনও হয়নি।

বৃষ্টি উপেক্ষা করে চলছে দেদার কাজ

কমিটির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে চলতি বছরের পুজোর প্যান্ডেল পরিকাঠামোর সম্পূর্ণ দায়িত্বে রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। সম্পূর্ণ মণ্ডপটি নাকি ফাইবার, ফিতে, সুতো এবং ফোম দিয়ে তৈরি করা হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাজ, বাঁশ দিয়ে ইতিমধ্যেই পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে। যদিও মাঝারি থেকে ভারী বৃষ্টির কারণে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছে নির্মাতাদের। কিন্তু তা সত্ত্বেও ঝড় জল উপেক্ষা করে তাঁরা এগিয়ে চলেছে তাঁদের লক্ষ্যে। তবে যেহেতু তিনটি চমক একসঙ্গে করা হচ্ছে তাই সেক্ষেত্রে নির্মাতাদের ঠান্ডা মাথায় কম সময়ে দ্রুত কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: স্বাধীনতার পর ভারতকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ কোনটি? নাম জানলে চমকে যাবেন

প্রসঙ্গত, কয়েক মাস আগেই দিল্লির ‘অক্ষরধাম’ মন্দিরের আদলে মহিষাদলের জগৎপুরে উদ্বোধন হয়েছিল একটি কালীমন্দির। সবুজঘেরা গ্রামে প্রায় ৮০ ফুট উচ্চতার বিশাল মন্দির গড়ে উঠেছে। নজরকাড়া এই নতুন মন্দির দেখতে এখনও জগৎপুরে ভিন্ন রাজ্যের দর্শনার্থীরা। ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে এবং আধুনিকতার মেলবন্ধনে নির্মাণ করা হয়েছে এই মন্দির। এবার দেখার পালা আসানসোলে ‘অক্ষরধাম’ মন্দিরের আদলে পুজোর মণ্ডপ পরিকাঠামো কতটা নজর কাড়ে দর্শনার্থীদের।

Leave a Comment