ফের মহা দুর্যোগ! ভারী বৃষ্টির সতর্কতা উত্তর থেকে দক্ষিণবঙ্গে, আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: শ্রাবণের শেষে এসেও এখনও খামতি নেই বৃষ্টির! দিন রাত হয়েই চলেছে বৃষ্টি, যদিও দক্ষিণবঙ্গে অনেকটাই আগের তুলনায় কমেছে বৃষ্টি, কিন্তু সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। উত্তাল থাকতে পারে উত্তর বঙ্গোপসাগর। তাই মৎস্যজীবীদের সাবধান থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এইমুহুর্তে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এখন ফরিদকোট, লুধিয়ানা, নাজিবাবাদ, শাহজাহানপুর, বালিয়া, জলপাইগুড়ি এবং পূর্ব-উত্তর পূর্ব অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। যেই কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তাই বৃষ্টির অনুকূল পরিস্থিতি এখনও বজায় থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। উত্তরের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। আর তার সঙ্গে তাল মিলিয়ে দক্ষিণবঙ্গেও চলবে তুমুল বৃষ্টি। এক নজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়ার সম্পর্কে বিস্তারিত।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া এই চার জেলায় মাঝারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও বৃষ্টি চলবে। তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।

আরও পড়ুন: বাবরির পর যোগীরাজ্যে ফতেহপুরের সমাধির নীচে মন্দিরের দাবি, ভাঙচুর! ছড়াল উত্তেজনা

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। পাহাড়ি নদীতে জলের পরিমাণ বাড়তে চলেছে। এ ছাড়া, বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জনা গিয়েছে একদিন জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে তিন দিন অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তাই এই তিন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।

Leave a Comment