8000mAh ব্যাটারি, ফিচারে ভরপুর! সাশ্রয়ী মুল্যে লঞ্চ হচ্ছে Galaxy Tab S10 Lite

Galaxy Tab S10 Lite

সৌভিক মুখার্জী, কলকাতা: Samsung প্রেমীদের জন্য এবার বিরাট সুখবর। হ্যাঁ, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে কোম্পানির নতুন ট্যাবলেট Galaxy Tab S10 Lite। যদিও, Samsung এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে সাম্প্রতিক Google Play Console-এ অফিসিয়াল ঝলক দেখা গিয়েছে।

প্রযুক্তি মহল মনে করছে যে, এই ট্যাবলেটটি লঞ্চ হবে Galaxy Tab S11 এবং Galaxy Tab S11 Ultra-এর সঙ্গেই। আর এর সঙ্গেই একই সঙ্গে আত্মপ্রকাশ করতে পারে Samsung Galaxy S24 FE স্মার্টফোন। তবে কী রয়েছে এই ট্যাবলেটের বিশেষত্ব? চলুন বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে।

Google Play Console-এ ধরা পড়ল Galaxy Tab S10 Lite-র ঝলক

প্রসঙ্গত, Xpertpick টেক সাইটে প্রথম লক্ষ্য করেছিল যে, মডেল নম্বর SM-X406B তালিকাভুক্ত রয়েছে Galaxy Tab S10 Lite। তবে এখন দেখা যাচ্ছে, এই ট্যাবলেটটি Samsung-এর নিজস্ব Exynos 1380 চিপসেট রয়েছে, যার সাথে Arm Mali G68 GPU প্রসেসর এবং 6GB RAM থাকবে।

প্রসঙ্গত, এই ট্যাবের ডিসপ্লে রেজোলিউশন হবে 1320×2112 পিক্সেল এবং এই স্ক্রিন ডেনসিটি 240 HDPI। পাশাপাশি ডিভাইসটি হবে Android 15-উপর বেস করে One UI 7 ভার্সনে চলবে। আর ছবিতে মোটামুটি ডিসপ্লের চারপাশে সমান ও মোটা বেজেল দেখা যাচ্ছে। আর ফ্রন্ট ক্যামেরা থাকবে উপরের দিকে এবং ভলিউম বাটন ডানদিকেই থাকছে।

ব্যাটারি ও চার্জিং ক্ষমতা

রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, Galaxy Tab S10 Lite-এ থাকবে 8000mAh-এর একটি বিশাল ব্যাটারি যা 45 ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট নেবে। এর পাশাপাশি ট্যাবলেটটিতে S-Pen এবং আলাদা কিবোর্ড যুক্ত করা যেতে পারে।

আরও পড়ুনঃ গোটা পৃথিবীতে নেই! পাহাড়ে মিলল নয়া উদ্ভিদ, অবাক আবিষ্কার লেপচা জগতে

কবে বাজারে আসছে?

সম্প্রতি এই ট্যাবলেটের নাম Safety Korea ওয়েবসাইট দেখা গিয়েছে। ফলে ইঙ্গিত মিলছে যে, এই ট্যাবলেটটি মোটামুটি 2025 সালের সেপ্টেম্বর বা অক্টোবর মাসের নাগাদই বাজারে আসবে। আর সঙ্গে Galaxy Tab S11 সিরিজের অন্যান্য মডেলগুলিও বাজারে আত্মপ্রকাশ করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment