জগন্নাথ মন্দিরের পর এবার দুর্গা অঙ্গন! মমতা ঘোষণায় অনুমোদন মন্ত্রিসভার

Durga Angan

সৌভিক মুখার্জী, কলকাতা: দীঘার জগন্নাথ মন্দিরের পর এবার বাংলায় তৈরি হবে নতুন সাংস্কৃতিক আকর্ষণ দূর্গা অঙ্গন (Durga Angan)। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষিত উদ্যোগ সোমবার নবান্নে অনুষ্ঠিত রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই এবার এই প্রকল্পের স্থান ও বাজেট চূড়ান্ত করা হবে। 

আনন্দবাজারের রিপোর্ট মারফৎ খবর, পর্যটন দপ্তর ও হিডকো যৌথভাবেই এই দূর্গা অঙ্গন নির্মাণ করবে। আর এই প্রকল্প পরিচালনার জন্য একটি বিশেষ ট্রাস্ট গঠন করা হবে, যার সদস্যদের নামও পরবর্তীতে ঘোষণা করা হবে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, ইউনেস্কো যে বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে, সেই ঐতিহ্য এবার সম্মানের সঙ্গে উজ্জীবিত হয়ে উঠবে।

২১ জুলাই ঘোষণা করেছিলেন মমতা

উল্লেখ্য, গত ২১ জুলাই শহীদ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূর্গা অঙ্গন তৈরির কথা ঘোষণা করেছিলেন। রাজনৈতিক মহলের মতে, বিজেপির হিন্দুত্ব প্রচারের পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর  এই ঘোষণা। উল্লেখ্য, এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় জগন্নাথ ধাম গড়ে তুলেছিল রাজ্য সরকার।

তবে এখনো এই প্রকল্পের স্থান নির্বাচন হয়নি। সরকার জানিয়েছে যে, কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। বাজেটও স্থান নির্বাচন করার পর নির্ধারণ করা হবে। মমতা বলেছেন, মা দুর্গা আমাদের জাতীয় সম্পদ। জগন্নাথ ধামের মতো করেই এবার সারা বছর মানুষের জন্য এই দুর্গা অঙ্গন উন্মুক্ত থাকবে। 

আরও পড়ুনঃ ৬৫ কিমি মাইলেজ, মধ্যবিত্তদের বাজেটে সেরা বাইক Honda CD 110 Dream

তবে বিজেপির পক্ষ থেকে অতীতে তৃণমূলের বিরুদ্ধে ধর্মীয় অনুষ্ঠানগুলিতে বাধা দেওয়ার একের পর এক  অভিযোগ উঠেছিল। আর এবার মমতা ব্যানার্জি সাংস্কৃতিক বার্তা ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। তিনি মনে করছেন, এর মাধ্যমে বাংলার ঐতিহ্য এবং উৎসবের ধারা বজায় রাখবে। এখন শুধু দেখার এই প্রকল্প ঠিক কবে বাস্তবায়িত হয়।

Leave a Comment