মিলছে ৭.৬% হারে সুদ, নিশ্চিত রিটার্ন! ধামাকাদার স্কিম পোস্ট অফিসের

Post Office MIS Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় করতে সবাই চায়। তবে অনেকেই এখনো পর্যন্ত পোস্ট অফিসের উপরেই ভরসা রাখে। কারণ সময়মতো নির্দিষ্ট সুদ আর মূলধনের নিশ্চয়তা, দুটোই মেলে পোস্ট অফিসে। আর এর মধ্যে মাসিক আয় প্রকল্প বা এমআইএস স্কিম (Post Office MIS Scheme) খুবই জনপ্রিয়। কারণ এখানে বিনিয়োগ করলে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের সুদ তো ঢুকবেই, পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকে না।

বর্তমানে কত সুদ দিচ্ছে পোস্ট অফিস?

জানা যাচ্ছে, পোস্ট অফিস বর্তমানে এমআইএস স্কিমে বার্ষিক 7.6% হারে সুদ দিচ্ছে। আর এই স্কিমে ন্যূনতম 1000 টাকা থেকে বিনিয়োগ করা যায়। তবে সর্বাধিক 9 লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন। যৌথ হিসেবে সর্বাধিক তিনজন পর্যন্ত অ্যাকাউন্ট খোলা যায়, সেক্ষেত্রে মোট 15 লক্ষ টাকা জমা দেওয়া যায়।

1 লক্ষ টাকা রাখলে কত পাবেন?

যদি আপনি এই স্কিমে 1 লক্ষ টাকা জমা রাখতে পারেন, তাহলে বার্ষিক 7.6% সুদের হারে বছরে 7600 টাকা সুদ পাবেন। মাসে ভাগ করলে তা দাঁড়াচ্ছে 633 টাকা। আর এই টাকা প্রতি মাসেই আপনার সঞ্চয় অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ, মেয়াদ শেষে লাভের অংক অনেকটাই হবে। 

তবে ক্ষেত্রে বলে রাখি, এই স্কিমের মেয়াদ পাঁচ বছর। মেয়াদ পূর্তির পর আপনি আপনার মূলধন অর্থাৎ 1 লক্ষ টাকা ফেরত পাবেনই। সঙ্গে প্রতি মাসে পাওয়া সুদ যোগ হয়ে মোট মূলধন সঞ্চয় অ্যাকাউন্টে ঢুকবে।

এমআইএস অ্যাকাউন্ট খোলার শর্ত

পোস্ট অফিসের এমআইএস অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আগে থেকে একটি সঞ্চয় অ্যাকাউন্ট থাকতে হবে। না থাকলে এমআইএস-এ বিনিয়োগ করার আগে সঞ্চয় অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আর যৌথ হিসেবে সর্বাধিক তিনজনের নাম নথিভুক্ত করা যায়। 

আরও পড়ুনঃ সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা ২ জেলায়, আবহাওয়ার খবর

তাই যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন এবং নিরাপদ কোনো বিনিয়োগের বিকল্প খুঁজে থাকেন, তাহলে আজই পোস্ট অফিসে গিয়ে মাসিক সঞ্চয় প্রকল্প বিনিয়োগ করুন এবং চিন্তা মুক্ত হন।

Leave a Comment