সৌভিক মুখার্জী, কলকাতা: আবারো শুরু হতে চলেছে কেন্দ্রের সরকারি সংস্থাগুলোর শেয়ার বিক্রির অভিযান। শুধুমাত্র লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন নয়, বরং আরো পাঁচ-পাঁচটি সরকারি ব্যাঙ্কের বড় অংশীদার বিক্রি (Share Sale) করার পরিকল্পনা নিয়ে এসেছে এবার মোদি সরকার। আর এই প্রক্রিয়ার জন্য ইতিমধ্যেই মার্চেন্ট ব্যাঙ্কের নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে বলে সূত্র মারফৎ খবর।
কেন এত শেয়ার বিক্রি?
সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, কোনো তালিকাভুক্ত সংস্থার প্রোমোটাররা সর্বাধিক 75% পর্যন্ত শেয়ারের মালিক হতে পারে। তবে বর্তমানে এলআইসি এবং একাধিক সরকারি ব্যাঙ্কে সরকারের অংশিদারিত্ব অনেকটাই বেশি। আর এ কারণেই ধাপে ধাপে শেয়ার কমিয়ে আনার তোড়জোড় শুরু হয়েছে।
The government plans to reduce its stake in LIC and several public sector banks beyond the minimum required by Sebi, while keeping control.
Stake sales will happen gradually over the next 3-5 years to raise funds and benefit from strong market conditions.
LIC’s stake sale may… pic.twitter.com/TdVT7dj7kY
— Taxology India (@taxologyin) August 11, 2025
উল্লেখ্য, জুন ত্রৈমাসিকে সরকারি ব্যাঙ্কগুলি সম্মিলিতভাবে 44,218 কোটি টাকা মুনাফা অর্জন করেছিল, যা গত বছরের একই সময়ে তুলনায় 11% বেশি। আর এই বিরাট আর্থিক সাফল্যের মধ্যেই শেয়ার বিক্রিয়া সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা বাজারে বড়সড় প্রভাব ফেলতে পারে।
এলআইসি’তে সরকারের অংশীদারিত্ব কতটা?
জানিয়ে রাখি, বর্তমানে এলআইসি’তে সরকারের অংশীদারিত্ব 96.5%। আর 2022 সালের আইপিও-তে 3.5% শেয়ার বিক্রি করা হয়েছিল। সেবি প্রথমে 2024 সালের মে মাসের মধ্যে ন্যূনতম 10% পাবলিক শেয়ার হোল্ডিং-এর নির্দেশ দিলেও পরে 2017 সালের মে মাস পর্যন্ত তা বাড়িয়ে দেয়। আর বর্তমানে এলআইসি’র বাজার মূল্য প্রায় 5.66 লক্ষ কোটি টাকা দাঁড়িয়েছে।
The government plans to reduce its stake in LIC and several public sector banks beyond the minimum required by Sebi, while keeping control.
Stake sales will happen gradually over the next 3-5 years to raise funds and benefit from strong market conditions.
LIC’s stake sale may… pic.twitter.com/TdVT7dj7kY
— Taxology India (@taxologyin) August 11, 2025
কোন ব্যাঙ্কের শেয়ার কতটা কমবে?
উল্লেখ্য, সরকারের বর্তমান শেয়ারহোল্ডিং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে 94.61%, ইউকো ব্যাঙ্কে 90.95%, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে 93.85%, সেন্ট্রাল ব্যাঙ্কে 89.27% এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে 79.60%।
আরও পড়ুনঃ প্রথম দিনই বিনা টিকিটে শিয়ালদা-রানাঘাট AC লোকালে উঠলেন ব্যক্তি, ধরা পড়ে…
তবে 2025 সালের আগস্ট মাসের মধ্যেই এই অংশীদারিত্ব কমিয়ে 75% নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। আর এর মধ্যে শুধুমাত্র ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র নির্ধারিত সময়সীমা মেনে চলতে পারবে বলে মনে করা হচ্ছে। আর বাকিদের সম্ভবত আরো এক বছর বাড়তি সময় দেওয়া হতে পারে।