‘আমার ছবি ডিলিট করো!’ চুঁচুড়ার বিধায়কের উপরে চোটপাট দলের মহিলা কাউন্সিলরের, প্রকাশ্যে ভিডিও

Asit Majumder

প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি চুঁচুড়ার একটি স্কুলে স্মার্ট ক্লাস তৈরি নিয়ে সাংসদ রচনা বন্দোপাধ্যায়ের সঙ্গে ও বিধায়ক অসিত মজুমদারের কোন্দল প্রকাশ্যে এসেছিল। আর তার রেশ কাটতে না কাটতেই এবার রাখি পড়ানোর ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ায় দলীয় কাউন্সিলরের সঙ্গে বিতর্ক জড়ালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। প্রকাশ্যে ফের গোষ্ঠী কোন্দল।

ভাইরাল ভিডিও

স্থানীয় সংবাদ সূত্রের তরফে জানা গিয়েছে, কিছুদিন আগে এক ভাইরাল ভিডিওতে চুঁচুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা দত্ত ফোনে বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে অসন্তোষ প্রকাশ করেছেন। জানা গিয়েছে বিধায়ককে রাখি পড়িয়েছিলেন কাউন্সিলর রীতা দত্ত কিন্তু সেই ছবি তাঁর অনুমতি ছাড়াই সমাজমাধ্যমে পোস্ট করেন বিধায়ক, তাতেই রেগে কাই কাউন্সিলর। ছবিগুলি অবিলম্বে ডিলিট করার নির্দেশ দেন কাউন্সিলর, সেই সময় উত্তরে বিধায়ক অসিত মজুমদারকে বলতে শোনা যায় “আমি এক্ষুনি ছবিগুলি ডিলিট করে দিচ্ছি।”

বিধায়কের বিরুদ্ধে চরম অভিযোগ কাউন্সিলরের

বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে কাউন্সিলরের অভিযোগ ছিল যে ৭ নম্বর ওয়ার্ড এলাকায় উন্নয়নমূলক কাজ না করে রাখী পড়ানোর ছবি সমাজ মাধ্যমে ভাইরাল করে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছেন অসিত মজুমদার, যা ঠিক নয়। এরপর রীতা দত্তের অভিযোগ প্রকাশ্যে আসতেই এক ভিডিও মাধ্যমে দেখা যায় গতকাল অর্থাৎ সোমবার, হুগলির চুঁচুড়া পৌর স্বাস্থ্য কেন্দ্রে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পে হাজির হন বিধায়ক। সমস্ত গ্রাহকদের সঙ্গে প্রকল্প সংক্রান্ত বিষয়ে কথা বলেন। এমনকি গ্রাহকদের কোনো অসুবিধা হচ্ছে কিনা তা তদারকি করেন। কিন্তু সেই সময় উপস্থিত ছিলেন না কাউন্সিলর রীতা দত্ত।

আরও পড়ুন: পিছন থেকে পরপর গুলি, লুটিয়ে পড়লেন তৃণমূল নেতা! বাঁকুড়ায় হাড়হিম করা কাণ্ড

গোটা ঘটনা প্রসঙ্গে কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা হলে রীতা দত্ত ভাইরাল ভিডিওতে তেমন গুরুত্ব দিতে চাননি। তাঁর স্পষ্ট মন্তব্য, ” এমন কিছু ব্যাপার নয়, তিনি সরকারী ক্যাম্পে এসেছিলেন কিন্তু আমি ফোনে ব্যস্ত থাকায় বিধায়কের সঙ্গে দেখা হয়নি। এদিকে ঘটনা নিয়ে কটাক্ষ করেছেন হুগলির জেলার বিজেপি নেতা সুরেশ রাও। তিনি বলেন, “ পৃথিবীতে তৃণমূল কংগ্রেসের মতো রাখি বন্ধনের উৎসব কোথাও দেখতে পাবেন না যেখানে তৃণমূল বিধায়ককে রাখি পড়ানোর পর কাউন্সিলর অভিযোগ তুলেছেন যে তিনি নাকি সেটিং করছেন।” তবে এখনও পর্যন্ত শাসকদলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি

Leave a Comment