সহেলি মিত্র, কলকাতা: কবে চালু হচ্ছে শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা? এই প্রশ্ন দীর্ঘদিনের তবে অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে সামনের সপ্তাহেই চালু হয়ে যাবে দীর্ঘ প্রতীক্ষিত এই মেট্রো পরিষেবা। চমকের কিন্তু এখানেই শেষ নয়, সব থেকে বড় কথা, সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই এই দীর্ঘ প্রতীক্ষিত রুটের উদ্বোধন হবে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
অবশেষে চালু হচ্ছে শিয়ালদা- এসপ্ল্যানেড মেট্রো?
দীর্ঘদিন ধরে শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো ভায়া বউবাজার হয়ে যাবার জন্য অপেক্ষা করছেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, ইতিমধ্যে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ট্রেন চলছে। অন্যদিকে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ট্রেন চলছে। কিন্তু মাঝের বউবাজার অংশে কাজ করার সময় একাধিকবার সমস্যার মুখে করতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে ফলে বারবার কাজ হয়েও পিছিয়ে আসতে হয়েছে সকলকে। তবে আর চিন্তা নেই কারণ এই বউবাজারের সমস্যা মিটে গিয়েছে, ফলে শিয়ালদা এসপ্ল্যানেড মেট্রো চালানোর পক্ষে আর কোনো রকম বাধা নেই মেট্রোর কাছে বলে খবর।
আর বাধা নয় বউবাজার অংশ
বউবাজারের উপর দিয়ে মেট্রো চালানোর ক্ষেত্রে যে এখন আর কোনো রকম সমস্যা হবে না সে ক্ষেত্রে সবুজ পতাকা দেখিয়ে দিয়েছেন রেলওয়ে সেফটি কমিশনার। সুখের খবর এর আগে কাজ করার সময়, বউ বাজারে অংশে বারবার জল বেরিয়ে এসেছে। ফলে এই জায়গায় মেট্রোর কাজ করা বেশ অনেকটাই চ্যালেঞ্জিং ছিল কর্তৃপক্ষের কাছে। যে কারণে ওই অংশকে সুরক্ষিত করবার জন্য কংক্রিট টানেলের ভিতরে লোহার পাত বসানো হয়েছে।
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে ১১০০ টাকা পতন সোনা-রুপোর দর! আজকের রেট
শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে ব্যাপকভাবে লাভবান হবেন সাধারণ মানুষ। এই মেট্রো পরিষেবা শুরু হবার ফলে এবার হাওড়া ময়দান থেকে সরাসরি সেক্টর ফাইভ পৌঁছে যেতে পারবেন সকলে। এখানে জানিয়ে রাখি, ১১ অগাস্ট থেকে ৩ রুটে এগিয়ে এসেছে প্রথম মেট্রোর সময়। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে এবার থেকে প্রথম মেট্রো মিলবে ৭টার বদলে সাড়ে ৬টায়। পাশাপাশি শিয়ালদহ থেকে সেক্টর-ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন ওয়ানে ২০ মিনিট এগিয়ে আসবে প্রথম মেট্রোর সময়।
উল্লেখ্য, রিপোর্ট অনুযায়ী, আগামী 22 আগস্ট শিয়ালদা- এসপ্ল্যানেড মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এরপরই পুরোদমে পরিষেবা শুরু হয়ে যাবে বলেই আশাবাদী অনেকেই!