মোহনবাগানের ঘরের মাঠে হচ্ছে না বুধবারের ম্যাচ! সুরুচির কোচকে নিয়েও বড় সিদ্ধান্ত IFA এর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা লিগের মাঝপথে এল বড় খবর। আগামী 13 আগস্ট মোহনবাগান বনাম মেসারার্সের ম্যাচ হওয়ার কথা ছিল সবুজ মেরুনের ঘরের মাঠে। এবার তা নিয়েই সিদ্ধান্ত নিল আইএফএ।

জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ বুধবারের সবুজ মেরুন বনাম মেসারার্সের ম্যাচ মোহনবাগানের ঘরের মাঠে হচ্ছে না। সেই সিদ্ধান্ত ইতিমধ্যেই খোলসা করেছে আইএফএ।

শুধু তাই নয়, কলকাতা লিগের মাঝপথে সুরুচি সংঘের হেড কোচকে নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তে আপাতত কোনও শাস্তি হচ্ছে না সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্যের।

মোহনবাগানের ঘরের মাঠে হচ্ছে না বুধবারের ম্যাচ

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, মোহনবাগান বনাম মেসারার্সের বুধবারের ম্যাচ হওয়ার কথা ছিল সবুজ মেরুনের হোম গ্রাউন্ডে। তবে সম্প্রতি আইএফএ জানিয়েছে, মোহনবাগানের মাঠে টাওয়ার বসানোর জন্য অনুমতি চেয়েছিল তারা। তবে বিপরীত পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া না মেলায় বুধবারের ম্যাচ নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে সরে যাচ্ছে।

নিঃশর্ত ক্ষমা চাইলেন সুরুচির হেড কোচ

ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের নির্দেশ মেনে সাংবাদিক সম্মেলনে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন সুরুচি সংঘের প্রধান কোচ রঞ্জন ভট্টাচার্য। আর এরপরই রঞ্জন নিজের ভুল বুঝতে পারায় সোমবার লিগ সাব কমিটি ও শৃঙ্খলারক্ষা কমিটি তাঁর শাস্তি প্রত্যাহার করে নেয়। এদিকে আইএফএও ক্ষমা করেছে রঞ্জনকে। বলা বাহুল্য, রঞ্জন ক্ষমা চাওয়ার পাশাপাশি সুরুচি সংঘের তরফেও এসেছিল চিঠি।

অবশ্যই পড়ুন: ঘনঘন বদলাবে QR Code! বিনা টিকিটে ভ্রমণ রুখতে বিরাট পদক্ষেপ রেলের

কেন শাস্তি পেয়েছিলেন সুরুচি সংঘের কোচ?

আসলে গত 5 আগস্ট কলকাতা কাস্টমসের বিরুদ্ধে ম্যাচ ছিল সুরুচির। তবে যেহেতু দীর্ঘদিন পর ম্যাচ আয়োজন করা হচ্ছে, তাই প্রধান কোচ রঞ্জন অভিযোগ করেন, আমাদের মোমেন্টাম নষ্ট করে দেওয়ার জন্য আইএফএ চক্রান্ত করেছে। মূলত ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনকে সরাসরি নিশানা করার অপরাধে রঞ্জন ভট্টাচার্যকে দু ম্যাচের জন্য নির্বাসিত করা হয়। এদিকে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়ে দেন, শাস্তি থেকে রেহাই পেতে হলে রঞ্জনকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এবার সেটাই হলো…

Leave a Comment