এশিয়া কাপের ভারতীয় দল থেকে বাদ পড়ছেন ৩ বড় তারকা! কবে হবে স্কোয়াড ঘোষণা?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 টি-টোয়েন্টি ওয়াল্ড কাপের আগে 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে ভারতীয় দলকে ঝালিয়ে নিতে চাইছেন প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক অজিত আগরকর।

সেই মতোই, দক্ষ ক্রিকেটারদের মধ্যে থেকে বেছে বেছে এশিয়া কাপের দল গড়বে ভারতীয় ক্রিকেট বোর্ড। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 19 বা 20 আগস্ট ভারতের এশিয়া কাপের দল নির্বাচন করতে পারে কমিটি।

আর তার ঠিক আগেই, জল্পনা বেড়েছিল ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল, যশস্বী জয়ওসয়াল ও কে এল রাহুলের এশিয়া কাপে অন্তর্ভুক্তি নিয়ে। বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছিল, ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের কারণে এই তিন মূর্তিকে আসন্ন এশিয়া কাপে খেলানো হতে পারে। তবে এবার সেই সম্ভবনায় জল পড়তে চলেছে!

এশিয়া কাপের দল থেকে বাদ পড়তে পারেন তিন বড় ক্রিকেটার

চলতি মাসের তৃতীয় সপ্তাহে ভারতীয় দল ঘোষণা নির্ভর করছে, বেঙ্গলুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির মেডিকেল টিমের ওপর। তাঁরা খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা করেই রিপোর্ট দেবেন, আর সেই রিপোর্টই ঠিক করবে এশিয়া কাপের দলে কারা জায়গা পাচ্ছেন আর কারা পাচ্ছেন না।

আর এরই মাঝে 3 বড় তারকার বাদ পড়া নিয়ে এসেছে নতুন আপডেট। সংবাদ সংস্থা PTI একটি রিপোর্টে জানিয়েছে, এশিয়া কাপের দলে প্রধান কোচ গৌতম গম্ভীর এবং মূল নির্বাচক অজিত আগরকর বিশেষ কাটছাঁট করতে চান না। ওই রিপোর্ট বলছে, এশিয়া কাপের টপ অর্ডার একপ্রকার পাকা হয়ে গিয়েছে।

অবশ্যই পড়ুন: ভারতীয় হাইকমিশনে সংবাদপত্র, জল, গ্যাস সহ একাধিক মৌলিক পরিষেবা বন্ধ করল পাকিস্তান

সংবাদ সংস্থাকে বোর্ডের এক আধিকারিক নাকি জানিয়েছেন, অভিষেক শর্মা টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর ব্যাটসম্যান। সঞ্জু স্যামসনও 20 ওভারে ভাল কর্মে রয়েছেন। এদিকে সূর্য অধিনায়ক। পাশাপাশি তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়া তো রয়েছেনই। তাই টপ অর্ডারে বদল আনার কোনও জায়গা নেই। মূলত সে কারণেই, এশিয়া কাপের দলে জায়গা পাচ্ছেন না শুভমন গিল, জয়সওয়াল ও কে এল রাহুলরা।

শুধু তাই নয়, এও শোনা যাচ্ছে, মাঝে জল্পনা বাড়লেও সাই সুদর্শনকেও এশিয়া কাপের দলে জায়গা দেওয়াটা কঠিন। একই সাথে চোট থাকার কারণে ঋষভ পন্থকে নিয়ে বাড়তি চিন্তা করতে নারাজ নির্বাচকরা। তবে এসবের মাঝেও এসেছে সুখবর। রিপোর্ট বলছে, বাকিদের সম্ভাবনা নষ্ট হলেও জিতেশ শর্মা অথবা ধ্রুব জুরেলের মধ্যে যেকোনও একজনকে এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডে জায়গা দেওয়া হতে পারে।

Leave a Comment