৪০ কিমি বেগে হাওয়া, নিম্নচাপের ভ্রূকুটিতে প্রবল বৃষ্টি ৬ জেলায়, আজকের আবহাওয়া

weather today

সহেলি মিত্র, কলকাতাঃ মৌসুমী অক্ষরেখা এবং সাগরে তৈরি হতে চলা নিম্নচাপের দাপটে আবারও দুর্যোগের পূর্বাভাস জারি করা হল বাংলায়। অর্থাৎ আবারও ডিগবাজি খাবে আবহাওয়া (Weather Today) উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কম। আবার গরমও বাড়ছে নতুন করে। তবে চিন্তা নেই, মাঝ সপ্তাহ থেকে আবারও দুর্যোগের সম্মুখীন হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি বলে খবর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এদিকে আজ বুধবার ১৩ অগস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে, যা ধীরে ধীরে শক্তিশালী হবে। ফলে দুর্যোগ যে এখনই বাংলার পিছু ছাড়ছে না তা বলাই বাহুল্য। যাইহোক, আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগের দমকা হাওয়া।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এদিন অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি)-র জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পং জেলায়।

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবার থেকে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে। এদিন প্রতিটি জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, কলকাতা, হুগলী, নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের কথা বললে, লক্ষ্মীবারে ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।

বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পর্যটকদের উদ্দেশ্যে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। সিকিমেও ধসের সম্ভাবনা। উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর যেমন তিস্তা, তোর্সা ও জলঢাকা বাড়তে পারে।

Leave a Comment