বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে তলব করল ইডি। রিপোর্ট অনুযায়ী, বেআইনি বেটিং অ্যাপ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যই ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, বুধবারই হয়তো ED-র দপ্তরে হাজির হতে পারেন ভারতীয় ক্রিকেটারের অন্যতম উজ্জ্বল তারকা।
রায়নার বিরুদ্ধে বড় অভিযোগ
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না ওই বেআইনি বেটিং অ্যাপের অন্যতম আইকন ছিলেন। অভিযোগ, ভারতীয় দলের প্রাক্তন সৈনিক নাকি সাধারণ মানুষকে অযথা প্রভাবিত করছিলেন। তবে শুধু রায়না নন, জানা গিয়েছে ওই সংস্থার হয়ে বিজ্ঞাপনের প্রচার চালিয়েছেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, হরভজন সিং, অভিনেতা সনু সুদ, অভিনেত্রী ঊর্বশী রৌতেলাও।
ওই ব্যাটিং অ্যাপের বিরুদ্ধে অভিযোগ, সেটি আসল উদ্দেশ্যকে গোপন রেখে বিজ্ঞাপন প্রচার করত। জানা গিয়েছে, ওই সংস্থা বেআইনিভাবে বিভিন্ন নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করে ব্যবসা চালাত। এছাড়াও ওই সংস্থার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন, আর্থিক তছুরুপ রোধী আইন সহ বেশ কয়েকটি আইন ভাঙার অভিযোগ উঠেছে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, ওই সংস্থার প্রলোভনে পা দিয়ে বহু মানুষ সর্বস্বান্ত হয়েছেন। টাকা বিনিয়োগ করে ডুবেছেন বহু বিনিয়োগকারী! মূলত সেই কারণেই এবার ওই সংস্থার বিরুদ্ধে হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে ইডি। আর তাতেই বেটিং অ্যাপটির অন্যতম মুখ রায়নাকে জেরার জন্য তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
অবশ্যই পড়ুন: রবিতেই ডার্বি, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান
উল্লেখ্য, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার বিরুদ্ধে নাকি ওই সংস্থার সাথে ব্যবসায়িক যোগাযোগের অভিযোগ উঠেছে। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়, রায়নাকে তলব করা হলে বাকিদের কেন নয়? জানা গিয়েছে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের পাশাপাশি আরও বেশ কয়েকজনকে জেরার জন্য ডেকে পাঠিয়েছে ইডি।
মনে করা হচ্ছে একে একে ওই বেটিং অ্যাপের সাথে যুক্ত অন্যান্য ক্রিকেটার যেমন হরভজন সিং, যুবরাজ সিংদের পাশাপাশি অভিনেতা সনু সুদ ও বলিউড অভিনেত্রী ঊর্বশীকেও দপ্তরে হাজরার জন্য ডাক পাঠাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।