সপ্তম পে কমিশনে বাড়ল আরও ২% DA

7th pay commission Da hike

সহেলি মিত্র, কলকাতা: স্বাধীনতা দিবসের আগে লটারি লাগল রাজ্য সরকারি কর্মীদের। ২ শতাংশ মহার্ঘ্য ভাতা বা ডিএ (DA) বৃদ্ধি করল মহারাষ্ট্র সরকার। উৎসবের আবহে এই বৃদ্ধি স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্য খুশির জোয়ার এনেছে। সপ্তম বেতন কমিশনের আওতাধীন কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ২ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

২% DA বৃদ্ধি করল রাজ্য সরকার

রিপোর্ট অনুযায়ী, স্বাধীনতা দিবসের আগে এই মহার্ঘ্য বৃদ্ধি করেছে মহারাষ্ট্রের সরকার। রাজ্য সরকার আরও আশ্বাস দিয়েছে কৃষ্ণ জন্মাষ্টমীর আগে সকলের বেতনও বাড়ানো হবে। এই বৃদ্ধির পর মহার্ঘ্য ভাতা ৫৩% থেকে বেড়ে ৫৫% হবে। যার ফলে সরকারের আর্থিক ব্যয় বার্ষিক ১৭০০০ কোটি টাকা বৃদ্ধি পাবে।

১২ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন

ডিএ বৃদ্ধির সুবিধা কেবল রাজ্য সরকারি কর্মচারীরাই পাবেন না, আধা-সরকারি চাকরিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা, অন্যান্য যোগ্য কর্মকর্তা এবং পেনশন ভিত্তিক কর্মচারীরাও এর সুবিধা নিতে পারবেন। এর মধ্যে ১২ লক্ষ প্রাক্তন সরকারি কর্মচারী রয়েছেন। ৫ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী ছাড়াও, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, সাহায্যপ্রাপ্ত স্কুলের ৭ লক্ষ শিক্ষক-শিক্ষিকা-কর্মচারীও অন্তর্ভুক্ত থাকবেন।

আরও পড়ুনঃ বকেয়া DA, DR নিয়ে সর্বশেষ আপডেট! অবশ্যই জানা জরুরি সরকারি কর্মীদের

২০২৫ সালের জানুয়ারি থেকে মহার্ঘ্য ভাতার নতুন হার প্রযোজ্য হবে। এর ফলে, কর্মচারীদের জানুয়ারী থেকে জুলাই মাসের বকেয়া বেতনও দেওয়া হবে। অর্থাৎ বর্ধিত বকেয়া আগস্ট মাসের বেতনের সাথে সেপ্টেম্বর মাসে পরিশোধ করা হবে। এর আগে মহার্ঘ্য ভাতা ৩% বৃদ্ধি করা হয়েছিল। একই সাথে, ষষ্ঠ বেতন কমিশনের কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ৭% এবং পঞ্চম বেতন কমিশনের আওতাধীন কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ১২% বৃদ্ধি করা হয়েছে। এটি ১ জুলাই ২০২৪ থেকে কার্যকর করা হয়েছে।

Leave a Comment