প্রতিদিন প্রাইম টাইমে সিনেমা হল, মাল্টিপ্লেক্সে চালাতে হবে বাংলা ছবি! নির্দেশিকা রাজ্যের

Bengali Film

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলা সিনেমা (Bengali Film) শিল্পকে এবার নতুন প্রাণ দিল পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ, বুধবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এবার থেকে রাজ্যের প্রতিটি সিনেমা হল এমনকি মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে প্রতিদিন অন্তত একটি করে বাংলা ছবি প্রাইম টাইমে দেখাতে হবে।

কী বলা হয়েছে নির্দেশিকায়?

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, প্রতিটি সিনেমা হল বা মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে বছরে 365 দিনই প্রাইম টাইমে অন্তত একটি করে বাংলা ছবি দেখাতে হবে। আর প্রাইম টাইম বলতে বিকেল 3:00 থেকে থেকে রাত 9:00 মধ্যে প্রদর্শনী সময়কেই বোঝানো হয়েছে।

Image

সরকার মনে করছে, বাংলা চলচ্চিত্র শিল্পকে উৎসাহ দিতে এই সিদ্ধান্ত দীর্ঘদিন ধরেই দরকার ছিল, শীঘ্রই ওয়েস্ট বেঙ্গল সিনেমা রুলস 1956-এর আওতায় প্রয়োজনীয় সংশোধন আনা হবে। তার নির্দেশিকাটি অবিলম্বে কার্যকর করা হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। 

উল্লেখ্য, কয়েকদিন আগে টলিউডের প্রথম সারির তারকা ও নির্মাতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে অভিযোগ করেছিল যে, বাংলা ছবিগুলির প্রতি কেমন যেটা বৈষম্যমূলক আচরণ চলছে। 6 আগস্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব এবং পরিচালক কৌশিক গাঙ্গুলী ও সৃজিত মুখোপাধ্যায়, প্রযোজক শ্রীকান্ত মোহতা সহ অনেকেই মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছিলেন। বিশেষ করে কৌশিক গাঙ্গুলীর আগামী 14 আগস্ট মুক্তিপ্রাপ্ত ‘ধুমকেতু’ ছবির প্রেক্ষাপটকে সামনে রেখেই।

আরও পড়ুনঃ জন্মাষ্টমীর আগে দীঘার মন্দিরের অলৌকিক ঘটনা! শ্রীকৃষ্ণের আগমনের বার্তা নিয়ে এল …

অভিযোগ পাওয়ার পরপরই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস গত বৃহস্পতিবার নন্দনে 40 জন চলচ্চিত্র সংক্রান্ত প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেছেন। আর সেখানে শিল্পীদের পক্ষ থেকে দাবি উঠেছে, বাংলা ছবির জন্য ভালো সময়ের শো দেওয়া এবং দীর্ঘদিন ধরে প্রদর্শন চালিয়ে যাওয়া ও একসঙ্গে একাধিক ছবিমুক্তির পরিকল্পনা নেওয়া হচ্ছে। মন্ত্রী বলেছেন, আমরা চাই বাংলা ছবি সবাই বেশি করে দেখুক এবং বেশি করে তৈরি হোক।হিন্দি ও ইংরেজি ছবির সঙ্গে বাংলা ছবিও সিনেমা হলে সমান মর্যাদা পাক। আর সেজন্যই এই পদক্ষেপ।

Leave a Comment