প্রযুক্তিতে চিনকে টেক্কা! প্রকাশ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন, জানুন বিশেষত্ব

India’s first hydrogen train Video out

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শীঘ্রই আসছে হাইড্রোজেন ট্রেন (Hydrogen Train)। এমনটাই দাবি করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভিডিওটিতে, চেন্নাইয়ের ফ্যাক্টরিতে তৈরি হওয়া হাইড্রোজেন চালিত ট্রেনটিকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সেই সূত্রেই, দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের ফার্স্ট লুক দেখার সৌভাগ্য হয়েছে দেশবাসীর। বলা বাহুল্য, বিশ্বের পঞ্চম দেশ হিসেবে হাইড্রোজেন ট্রেন তৈরি করে ফেলল ভারত।

এদিকে রিপোর্ট বলছে, হাইড্রোজেন চালিত ট্রেন তৈরিতে চিনকেও ছড়িয়ে গিয়েছে ভারত। দাবি করা হচ্ছে, ভারতীয় রেল বিশ্বের সর্বোচ্চ হর্সপাওয়ারের হাইড্রোজেন ইঞ্জিন তৈরি করেছে।

হাইড্রোজেন ট্রেনটির বিশেষত্ব

জানা যাচ্ছে, নমো গ্রিন রেলের হাইড্রোজেন ট্রেনটিতে মোট 10টি অত্যাধুনিক কোচ রয়েছে। একই সাথে ট্রেনটির দুই প্রান্তে রয়েছে দুটি শক্তিশালী ইঞ্জিন। এছাড়াও নকশা অনুযায়ী, এই ট্রেন প্রতি ঘন্টায় 110 কিলোমিটার বেগে ছুটতে পারবে। যদিও ফিল্ড ট্রায়ালের সময় নিশ্চিত হবে এর চূড়ান্ত কর্মক্ষমতা।

রিপোর্ট অনুযায়, এই নয়া প্রকল্পের জন্য দুটি 1600 হর্সপাওয়ারের ডিজেল ইঞ্জিনকে 1200 হর্সপাওয়ারের হাইড্রোজেন ইঞ্জিনে রূপান্তরিত করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, হাইড্রোজেন চালিত ট্রেনটি থেকে কোনও রকম কার্বন নির্গমন হবে না।

 

হাইড্রোজেন ট্রেন তৈরিতে চিনের থেকেও এগিয়ে ভারত ?

একাধিক রিপোর্ট মারফত খবর, ভারতের হাইড্রোজেন ইঞ্জিনের ধারণক্ষমতা অনেকটাই বেশি। জানা গিয়েছে, ভারতীয় হাইড্রোজেন ইঞ্জিন দিয়ে একসাথে 2600 জন যাত্রী নিয়ে যাওয়া সম্ভব। আর সেই সূত্রেই মূলত হর্সপাওয়ার বা অশ্বশক্তির দিক থেকে অনেকটাই এগিয়ে ভারত। একাধিক রিপোর্ট বলছে, এই নিরিখে চিনকেও টেক্কা দেয় নয়া দিল্লি!

যদিও চিন ইতিমধ্যেই শূন্য নির্গমন প্রযুক্তি এবং হাইড্রোজেন চালিত হাই স্পিড ট্রেন উন্মোচন করেছে। যার সর্বোচ্চ গতি ঘন্টায় 200 কিলোমিটার। বলে রাখি, জার্মানির বার্লিনে অনুষ্ঠিত পরিবহন প্রযুক্তি বাণিজ্য মেলা ইনোট্রান্স 2024 এ এই হাই স্পিড ট্রেন উন্মোচন করেছিল চিন।

অবশ্যই পড়ুন: এশিয়া কাপে নিশ্চিত বুমরাহ, সহ অধিনায়কের আসনে শুভমন গিল! রিপোর্ট

উল্লেখ্য, নমো গ্রিন রেলের জন্য ইতিমধ্যেই হরিয়ানার জিন্দে হাইড্রোজেন জ্বালানি পরিকাঠামো স্থাপন করা হয়েছে। মূলত সেই কারণেই এই রাজ্যের জিন্দ-সেনাপতি রুটে ছুটবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন।

Leave a Comment