সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার রাজ্য সরকারের তরফ থেকে 4543টি শূন্যপদে এসআই নিয়োগের (UP Police SI Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হল। হ্যাঁ, উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট এন্ড প্রোমোশন বোর্ড ঘোষণা করেছে যে, সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। আর এখানে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে যেখানে যোগ্য চাকরি প্রার্থীরা ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করলে আবেদন করতে পারবে।
তবে কোন পদে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ
উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে সাব ইন্সপেক্টর, প্লাটুন কমান্ডার, কমান্ডার স্পেশাল ফোর্স এবং সাব-ইন্সপেক্টর মহিলা ব্যাটেলিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। এখানে মোট 4543টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এই পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। তবে হ্যাঁ, যাদের গ্রাজুয়েশন পরীক্ষা চলছে বা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা আবেদন করতে পারবে না।
বয়স সীমা কত দরকার?
এখানে আবেদন করার জন্য নূন্যতম 21 বছর বয়স দরকার এবং সর্বোচ্চ বয়স দরকার 28 বছর। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
এখানে চাকরি পেলে 9300 টাকা থেকে 34,800 টাকার মধ্যে বেতন দেওয়া হবে। এর পাশাপাশি গ্রেড পে থাকবে 4200 টাকা। সঙ্গে সরকারি চাকরির অন্যান্য ভাতা ও সুবিধা যুক্ত থাকবে।
নিয়োগ প্রক্রিয়া
যোগ্য ও আগ্রহী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং শারীরিক মানদন্ড পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন কীভাবে করবেন?
এই পদে আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে গিয়ে রিক্রুটমেন্ট সেকশনে UP Police SI Recruitment 2025 লিংকে ক্লিক করতে হবে। তারপর রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করতে হবে।
জানিয়ে রাখি, সাধারণ/ইডব্লিউএস/ওবিসি প্রার্থীদের আবেদন করার জন্য 500 টাকা ফি লাগবে। তবে এসসি/এসটি প্রার্থীদের আবেদন করতে হলে 400 টাকা ফি দিলেই হবে।
আরও পড়ুনঃ 6500mAh ব্যাটারি, DSLR-কে টেক্কা দেবে ক্যামেরা! বাজেটের মধ্যে লঞ্চ হল Vivo V60 5G
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে আবেদন করার শেষ তারিখ 11 সেপ্টেম্বর, 2025। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
Official Notification- Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।