লন্ডনে পড়াশোনা, কোটি কোটি টাকার সম্পত্তি! চিনে নিন অর্জুন তেন্ডুলকরের বাগদত্তা সানিয়াকে

Arjun Tendulkar engagement with Saaniya Know her

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রায় গোপনেই ছেলেবেলার বান্ধবীর সাথে বাগদান সারলেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। জানা যাচ্ছে, মুম্বইয়ের অতি পরিচিত ব্যবসায়ী পরিবারের মেয়ে সানিয়া চন্দককে বিয়ে করতে চলেছেন সচিনপুত্র। আর সে খবর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই, হই হই পড়ে গিয়েছে। নেট নাগরিকদের একটা বড় অংশ জানতে চাইছেন, কে এই সানিয়া? কী তাঁর আসল পরিচয়? কোন ব্যবসায়ী পরিবারের সন্তান তিনি?

কে এই সানিয়া চন্দক?

খোঁজ নিয়ে জানা গেল, সচিন তেন্ডুলকর ও অঞ্জলি তেন্ডুলকরের হবু পুত্রবধূ সানিয়া আসলে মুম্বইয়ের নামকরা ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। আসলে, জনসমক্ষে খুব একটা আসছে পছন্দ করেন না সানিয়া। মূলত সে কারণেই তাঁকে নিয়েও তেমন ওয়াকিবহাল নন নেট পাড়ার বাসিন্দারা।

তবে জানলে অবাক হবেন, ঘাই পরিবার কিন্তু আতিথিয়তা ও খাদ্য শিল্পে সু প্রতিষ্ঠিত একটি নাম। সানিয়াদের সংস্থার অধীনে রয়েছে ইন্টারকন্টিনেন্টাল পাঁচতারা হোটেল এবং জনপ্রিয় আইসক্রিম ব্যান্ড ব্রুকলিন ক্রিমারি।

বলা বাহুল্য, সানিয়া লন্ডন স্কুল অফ ইকোনমিকস থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। বর্তমানে মুম্বইয়ের প্রিমিয়াম সেলুন, স্পা স্টোর ও PAWS বা প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সানিয়া।

 

অবশ্যই পড়ুন: প্রযুক্তিতে চিনকে টেক্কা! প্রকাশ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন, জানুন বিশেষত্ব

উল্লেখ্য, বুধবার থেকেই সমাজ মাধ্যমে সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনের বাগদাদের খবর ছড়িয়ে পড়লেও এখনও পর্যন্ত শুভ মুহূর্তের কোনও বিশ্বাসযোগ্য ভিডিও বা ছবি প্রকাশ্যে আসেন। তাছাড়াও, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ক্রিকেটের ভগবান সচিনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত এই সংক্রান্ত কোনও পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

Leave a Comment