প্রীতি পোদ্দার, কলকাতা: ফের খবরের শিরোনামে উঠে এল বধূ নির্যাতনের খবর! কয়েকদিন ধরেই ফেসবুকে বেশ কিছু ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে স্ত্রী-কে লাথি মারছেন, চুলের মুঠি ধরে ফেলে দিচ্ছেন স্বামী। আর সেই ঘটনা পাশে দাঁড়িয়ে দেখছে তাঁদের সন্তান। নিশ্চুপ শ্বশুর-শাশুড়ি। যা ঘিরে রীতিমত উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে ননদের সঙ্গে নাকি অবৈধ সম্পর্কে জড়িয়েছে স্বামী, আর তার প্রতিবাদ করতেই এ যেন পরিণতি। চাঞ্চল্যকর পরিস্থিতি গোটা এলাকায়।
স্বামীর অবৈধ সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্ত্রী!
স্থানীয় সূত্র অনুযায়ী, বরাহনগরের বাসিন্দা রিয়া হাজরা অভিযোগ তুলেছিলেন যে তাঁর স্বামীর সঙ্গে নাকি ননদের অবৈধ সম্পর্ক আছে। শুধু তাই নয় প্রতিনিয়ত স্বামীর শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। তারই প্রতিবাদে রিয়া হাজরা এই ঘটনার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পাশাপাশি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিস্তারিতভাবে নির্যাতিতা রিয়া হাজরা অভিযোগ করেন যে, দুই বছর আগে হাওড়ার সালকিয়ার বাসিন্দা শুভজিৎ হাজরার সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তিনি জানতে পারেন স্বামী শুভজিতের সঙ্গে তাঁর ননদের ঘনিষ্ঠতা রয়েছে, যা পরবর্তীতে আরও গাঢ় হতে শুরু করে। বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করলে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন।
থানায় অভিযোগ জানালেও মেলেনি ফল!
রিয়া হাজরা এই ঘটনায় আরও অভিযোগ জানিয়েছেন যে, “ আমায় যখন শুভজিৎ মাটিতে ফেলে নৃশংস ভাবে মারধর করত, সেই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখতেন শ্বশুর-শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্য। কেউ আমাকে বাঁচাতে আসেননি।’’ দিনের পর দিন এইরূপ অত্যাচারের পর দিন কয়েক আগে হাওড়ার সালকিয়ার শ্বশুরবাড়ি ছেড়ে বরাহনগরে বাপের বাড়ি চলে এসেছেন তিনি। এবং শ্বশুরবাড়ির সকলের নামে মালিপাচঘরা থানায় অভিযোগ করেছিলেন। কিন্তু তাতে কিছুই হয়নি। রিয়ার স্বামী প্রভাবশালী হওয়ায় পুলিশ নাকি এই ঘটনায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। এমনকি রিয়ার বাবাকেও মারধর করা হয়েছে। ঘটনায় আতঙ্কিত বরাহনগরের বধূর বাপের বাড়ির লোকজন। তাই এবার প্রশাসনের সাহায্য চাইছেন তাঁরা।
আরও পড়ুন: রামকৃষ্ণ সেতুর বিপর্যয়ের জেরে বিনামূল্যে টোটো সার্ভিস, উদ্যোগ আরামবাগ পুরসভার
বরাহনগরে বধূ নির্যাতনের এবং অবৈধ সম্পর্কের এই ঘটনায় অভিযুক্ত শুভজিৎ হাজরা এবং তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে তাঁদের ভয়ে রীতিমত আতঙ্কে ঘরবন্দি রিয়া হাজরা এবং তাঁর পরিবার। যার ফলে এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এসেছে সমাজে নারীর প্রতি সহিংসতার প্রশ্ন। এদিকে সামাজিক মহলের মতে, এ ধরনের ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি, যাতে নির্যাতিতা ন্যায়বিচার পান এবং অপরাধীরা শাস্তি পায়।