বিতর্ক ছড়াতেই মিনিমাম ব্যালেন্স রাখার সীমা কমাল ICICI ব্যাঙ্ক

ICICI Bank Minimum Balance

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাঙ্ক ICICI এবার হঠাৎ বড় সিদ্ধান্তের পথে হাঁটল। হ্যাঁ, গ্রাহকদের প্রতিক্রিয়া পাওয়ার পর সেভিংস অ্যাকাউন্টের মাসিক গড় ব্যালেন্স (ICICI Bank Minimum Balance) রাখার শর্ত তারা কমিয়ে আনল। আগের ঘোষণায় অ্যাকাউন্টে মিনিমাম 50,000 টাকা ব্যালেন্স রাখার কথা বলা হয়েছিল। তবে এবার তা 15,000 টাকায় নিয়ে আসা হয়েছে।

হঠাৎ কেন এই পরিবর্তন?

ব্যাঙ্কের ওয়েবসাইটে সম্প্রতি জানানো হয়েছে যে, গ্রাহকদের মতামত অনুযায়ী আমরা এই শর্তগুলি আবারো পুনর্বিবেচনা করছি, যাতে তারা তাদের প্রত্যাশা ও প্রয়োজনের সঙ্গে মানিয়ে নিতে পারে। 1 আগস্ট, 2025 থেকে খোলা নতুন সেভিংস অ্যাকাউন্টগুলির জন্য আগে নির্ধারিত 50,000 টাকা মিনিমাম ব্যালেন্স রাখার শর্তে মূলত এই পরিবর্তন এসেছে।

নতুন মিনিমাম ব্যালেন্সের হার

শহরাঞ্চলে যেখানে আগে 50,000 টাকা মিনিমাম ব্যালেন্স রাখার নিয়ম ছিল, তা এখন কমিয়ে 15,000 টাকা করা হয়েছে। পাশাপাশি অর্ধশহর অঞ্চলে আগে 5000 টাকা রাখার নিয়ম ছিল, তবে এখন তা 7500 টাকা করা হয়েছে। গ্রামাঞ্চলে আগে 2000 টাকা রাখার নিয়ম থাকলেও এখন তা 2500 টাকা করা হয়েছে।

কাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়?

তবে এই নিয়ম মূলত স্যালারি অ্যাকাউন্টধারী, 60 বছরের বেশি প্রবীণ নাগরিক বা পেনশনভোগী, বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট কিংবা প্রধানমন্ত্রীর জনধন যোজনা অ্যাকাউন্ট, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অ্যাকাউন্ট এবং 31 জুলাইয়ের আগে খোলা সেভিংস অ্যাকাউন্টধারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

আরও পড়ুনঃ ChatGPT দিয়ে বানান স্বাধীনতা দিবসের ট্রেন্ডিং ১৫ আগস্টের ছবি! রইল স্টেপ বাই স্টেপ প্রসেস

আর যদি অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্সের থেকে কম থাকে, তাহলে প্রয়োজনীয় MAB-এর ঘাটতির 6% কিংবা 500 টাকা করে জরিমানা গুনতে হবে। উল্লেখ্য জানিয়ে রাখি, বর্তমানে ICICI ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক 2.5% হারে সুদ দেওয়া হচ্ছে।

Leave a Comment