দলবেঁধে তৃণমূল বিধায়ককে এলাকা ছাড়া করলেন গ্রামবাসীর! জনতার রোষের মুখে সাবিত্রী মিত্র

Viral video of locals evicting Trinamool MLA from Manikchak, Malda from the village

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের উত্তপ্ত মালদার গোপালপুর! এবার স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে পিছু হটতে হল তৃণমূল কংগ্রেসের মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রকে। এমনটাই দাবি করা হয়েছে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে।

বিজেপি ওয়েস্ট বেঙ্গলের X হ্যান্ডেল থেকে ভেসে আসা একটি ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রকে দলবেঁধে গোপালপুরে স্থানীয় বাসিন্দারা এলাকা ছাড়া করেছেন! ভিডিও অনুযায়ী, এদিন এলাকা পরিদর্শনে এসেছিলেন সাবিত্রী দেবী। আর তারপরই স্থানীয় জনতার রোষের মুখে পড়তে হয় তাঁকে। ভিডিওটিতে স্পষ্ট দেখা গিয়েছে, এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে গাড়িতে উঠে চলে যাচ্ছেন সাবিত্রী দেবী!

ভাইরাল ভিডিও

সদ্য বিজেপির ওয়েস্ট বেঙ্গল ইউনিটের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিধায়ক সাবিত্রী মিত্রর কনভয় দেখতে পেয়েই একজোট হয়েছেন গ্রামের মহিলা থেকে শুরু করে পুরুষরা। ওই ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে, মানিকচকের বাসিন্দারা তৃণমূল বিধায়কের কনভয় ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন!

দাবি করা হচ্ছে, এই বিধায়কই সম্প্রতি বলেছিলেন, আর যাই হোক সন্ত্রাসীরা কখনও সাধারণ মানুষকে হত্যা করেনা। আর এমন বক্তব্যের কারণেই নাকি তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন মানিকচকের স্থানীয় বাসিন্দারা। শুধু কি তাই? ভিডিওটির ক্যাপশন বলছে, বছরের পর বছর ধরে ক্ষমতায় থেকেও নাকি নিজের এলাকার মানুষদের দিকে চোখ তুলে তাকাননি সাবিত্রীদেবী!

মানিকচকের মানুষজন প্রতিদিন বেহাল রাস্তা, পানীয় জল সহ একাধিক সমস্যায় ভুগছেন! কিন্তু তা সত্ত্বেও তাঁদের সমস্যা মেটানো তো দূর বরং এলাকাবাসীর সমস্যার কথাটুকুও শুনে দেখেননি তৃণমূল বিধায়ক! আর সেই সব বিষয়কে মাথায় রেখেই এবার তৃণমূল বিধায়ক সাবিত্রী দেবী ও তার কনভয়কে এলাকা ছাড়া করেছেন মানিকচকের মানুষ!

অবশ্যই পড়ুন: KKR-কে IPL চ্যাম্পিয়ন করেও কেন দল ছাড়তে চেয়েছিলেন উথাপ্পা? ১১ বছর পর জানালেন কারণ

বিজেপির তরফে ভাইরাল ভিডিওটির ক্যাপশনে এও বলা হয়, গোপালপুরের মানুষ সাবিত্রীদেবীকে যে অপমান করলেন তা আসলে একটি সতর্কবার্তা। শত্রুদের পক্ষ নেওয়া প্রত্যেক নেতাকে বাংলা থেকে উৎখাত করা হবে বলেও দাবি করা হয় ভিডিওটির ক্যাপশনে। বিরোধী দলের আরও দাবি, দীর্ঘদিন ধরে অবহেলা এবং মিথ্যাচারকে সঙ্গে নিয়ে আর থাকতে পারছেন না মানিকচকের মানুষ! তারা এখন ন্যায় সঙ্গত শাসন ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করবে এমন একজন প্রতিনিধিকেই বেছে নেবেন।

 

Leave a Comment