‘মোদি তাঁকে দু’বার নোবেলের জন্য মনোনীত করতে পারেন!’ ট্রাম্পকে কটাক্ষ প্রাক্তন মার্কিন NSA-র

Ex US NSA On Trump advised Indian Prime Minister Modi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডোনাল্ড ট্রাম্পের ভারতের প্রতি অবিচার মেনে নিতে পারছেন না তাঁর দেশের নাগরিকরাই! সম্প্রতি, বন্ধু বলে চেঁচিয়েও ভারতের উপর প্রথমে 25 শতাংশ শুল্ক চাপিয়ে হুঙ্কার দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট।

এরপর ফের আরও 25 শতাংশ শুল্ক বসিয়ে ভারতকে মোট 50 শতাংশ শুল্কের প্যাঁচে আটকানোর চেষ্টা করেছেন ট্রাম্প! আর তাতেই মার্কিনদের তোপের মুখে পড়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। ইতিমধ্যেই, ট্রাম্পের দেশের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, ট্রাম্প অযথা ভারতকে বিরক্ত করছেন। ভারতের উচিত তাঁকে ফের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা।

ট্রাম্পের আচরণে খুশি নন আমেরিকানরা

রাশিয়া থেকে তেল কেনার বিষয়টিকে অপরাধ বানিয়ে ভারতের উপর জরিমানা হিসেবে 50 শতাংশ শুল্ক চাপিয়ে বীরত্ব দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যা খুব শীঘ্রই কার্যকর হয়ে যাবে। যদিও ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়ন ভারতকে লক্ষ্যবস্তু করছে। জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা রক্ষার্থে সব রকম পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে ভারতের প্রতি ট্রাম্পের মনোভাবে একেবারেই খুশি নন আমেরিকার বাসিন্দারা। ইতিমধ্যেই আমেরিকান প্রেসিডেন্টের শুল্ক সংক্রান্ত মনোভাবের তীব্র বিরোধিতা জানিয়েছেন আমেরিকার অনেকেই। এবার কিছুটা ঠাট্টার ছলেই মুখ খুললেন আমেরিকার প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

সম্প্রতি NDTV-র সাথে কথা বলতে গিয়ে, তিনি সতর্ক করে জানিয়েছেন, শুল্কের কারণে ভারত এবং আমেরিকার মধ্যে যে সম্পর্কের ফাটল তা পূরণ করতে সময় লেগে যাবে। এরপরই নাম না করে ট্রাম্পকে নিশানায় এনে বোল্টন বলে বসেন, আপনি যখন এত বড় ভুল করেন… যেমনটা হোয়াইট হাউজ গত 30 দিন ধরে ভারতকে নিশানা করার করে চলেছে। সেই সময়ে নতুন করে বিশ্বাস এবং আস্থা তৈরি করাটা সময় সাপেক্ষ।

অবশ্যই পড়ুন: KKR-কে IPL চ্যাম্পিয়ন করেও কেন দল ছাড়তে চেয়েছিলেন উথাপ্পা? ১১ বছর পর জানালেন কারণ

ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার পরামর্শ

ট্রাম্পের প্রতি কটাক্ষের সুর চড়িয়ে আমেরিকার প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমার পরামর্শ, আপনি ট্রাম্পকে দুবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে পারেন। এই প্রসঙ্গে বলি, সম্প্রতি পাকিস্তানে ট্রাম্পকে নোবেল পুরস্কারে সম্মানিত করার ঘোষণা হয়েছিল। অনেকেই মনে করছেন, হয়তো পাকিস্তানকে জড়িয়ে ভারতের প্রতি ট্রাম্পের কঠোর মনোভাবের সমালোচনা ঠাট্টার ছলেই করলেন প্রাক্তন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা।

 

Leave a Comment