পরিযায়ী শ্রমিকদের জন্য এবার পরিচয়পত্র দেবে রাজ্য সরকার! চলছে নকশা তৈরির কাজ

Bengal Migrant Workers

প্রীতি পোদ্দার, কলকাতা: শুধুমাত্র বাংলা ভাষা এবং বাঙালি হওয়ার কারণে বিগত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গ থেকে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উপর হয়ে আসছে নির্মম অত্যাচার। আর তারই প্রতিবাদে এবং বাঙালি অস্মিতায় শান দিতে এবং বাঙালি হেনস্থা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এমনকি দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। এবার সেই পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও স্বীকৃতি প্রদানের জন্য নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। তৈরি হতে চলেছে সচিত্র পরিচয়পত্র।

পরিযায়ী শ্রমিকদের জন্য বড় উদ্যোগ সরকারের

আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, শ্রম দপ্তরের তরফে বলা হয়েছে, খুব শীঘ্রই রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিক পাবেন ‘সচিত্র পরিচয়পত্র’। আর সেই পরিচয় পত্র সংগ্রহ করা হবে রাজ্যের ‘কর্মসাথী’পোর্টালের মাধ্যমে। ইতিমধ্যেই এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই পরিচয়পত্রে ছবির পাশাপাশি নাম-ঠিকানার সঙ্গে কী কী উল্লেখ থাকবে ইত্যাদি বিষয় নিয়েও খুঁটিনাটি কাজ চলছে আপাতত। এর আগে কোভিডপর্বে যখন লাখ লাখ পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফেরানো হয়েছিল, সেই সময় কর্মসাথী পোর্টালটি তৈরি করেছিল নবান্ন। আর এবার পরিযায়ী শ্রমিকদের সচিত্র পরিচয়পত্র নির্মাণের জন্য ফের এই পোর্টালকে ব্যবহার করতে চলেছে প্রশাসন।

পরিচয়পত্র নিয়ে বড় ভাবনা পশ্চিমবঙ্গ সরকারের

বাংলায় পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বিভিন্ন জনসভায় প্রকাশ্যে জানিয়েছিলেন যে, পশ্চিমবঙ্গের মোট ২২ লক্ষ শ্রমিক রাজ্যের বাইরে জীবিকা নির্বাহ করেন। ঠিক তেমনই বাইরের রাজ্যেরও দেড় কোটি মানুষ এই রাজ্যে কাজের সূত্রে রয়েছে, তাই সেক্ষেত্রে প্রশাসনের এই পরিচয়পত্র ভবিষ্যতে প্রত্যেক পরিযায়ী শ্রমিকদের হেনস্থা হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবে বলে মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে পরিযায়ী শ্রমিকদের সচিত্র পরিচয়পত্র গড়ে তোলার পাশাপাশি দলগত ভাবে তৃণমূল কংগ্রেসও পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে চাইছে। আর সেক্ষেত্রে উঠে আসছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR এর প্রসঙ্গ।

আরও পড়ুন: “২৮০০ কুকুরকে খাবারে কিছু মিশিয়ে মেরে ফেলেছি!” বিধানসভায় দাবি বিধায়কের

উল্লেখ্য, গতকাল অর্থাৎ বুধবার, যুব কংগ্রেসের মধ্য কলকাতা জেলা কমিটি আয়োজিত একটি সভায় পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্রের দাবি তুলেছিল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীও। তিনি বলেছিলেন যে, ‘‘রাজ্যের কত শ্রমিক অন্য রাজ্যে, অন্য দেশে কাজ করতে যান, তার হিসাব রাজ্য সরকারের কাছে নেই। পরিযায়ী শ্রমিকদের রাজ্য সরকার পরিচয়পত্র দিক। তাতে যদি লেখা থাকে তাঁরা বাংলার কোন জেলার, কোন ব্লকের, কোন থানা এলাকার বাসিন্দা, তা হলে তাঁদের হেনস্থার মুখে পড়তে হবে না।’’ আর এবার সেই পথেই এগোচ্ছে রাজ্য সরকার।

Leave a Comment