সহেলি মিত্র, কলকাতা: আর স্বাধীনতা দিবস। আর আজকের দিনেই ফের একবার দুর্যোগের মুখে পড়তে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গ। সাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত এই দুইয়ের ঠেলায় জেরবার হতে চলেছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষ। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। তা ছাড়া, মধ্য বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্তও। আগামী কয়েক ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে আরও উত্তর পশ্চিমে এগোবে বলে খবর।মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বঠিন্ডা, অম্বালা, শাহজাহানপুর, বারাণসী, ডালটনগঞ্জ হয়ে দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। ফলে আজ শুক্রবার গোটা রাজ্য জুড়েই ফের দুর্যোগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে ব্যাপারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উল্লেখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃষ্টি হলেও আদ্রতাজনিত গরম বজায় থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গের জেলাগুলি – দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি হতে পারে।
আগামীকালের আবহাওয়া
শনিবার কেমন থাকবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের আবহাওয়া? শনিবার সে ভাবে ঝড়বৃষ্টির কোনও সতর্কতা জারি হয়নি। কিন্তু রবিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে। রবি ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর মঙ্গলবার ও বুধবার ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। এদিন দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। উত্তাল থাকতে পারে সমুদ্র।