বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ডুরান্ড কাপের ডার্বি। আর তার আগেই একেবারে আঁটসাঁট অনুশীলন সারছে কলকাতা ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। কোনও দলই রবিবারের ডার্বির আগে নিজেদের রণকৌশল নিয়ে মুখ খুলতে নারাজ।
বিশেষ করে মোহনবাগান, এই মুহূর্তে মুখে কুলুপ এঁটেছে। খোঁজ নিয়ে জানা গেল, এক সমর্থক বাগানের অনুশীলনের সন্ধ্যায় নাকি কোচ মোলিনাকে জিজ্ঞেস করেছিলেন, ডার্বির জন্য প্রস্তুতি কেমন চলছে? তবে এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে কোনও উত্তর না দিয়ে নিরব থেকেই নাকি কোচেদের ঘরে ঢুকে যান মোলিনা।
আর তাতেই বোঝা যাচ্ছে ডুরান্ড কাপের শেষ আটের লড়াইয়ে ডার্বি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসলে, মোহনবাগান জানে বিগত ম্যাচগুলিতে দুরন্ত ছন্দে থাকলেও রবিবার ইস্টবেঙ্গলের কাছে হারলে, একদিকে মর্যাদায় যেমন ছেদ পড়বে, তেমনই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে নীরবতা বজায় রেখে জোড় কদমে চলছে প্রস্তুতি। আর এসবের মাঝেই বাগান শিবিরে এল খুশির খবর।
ডার্বির আগেই বাগানকে স্বস্তি দিলেন অলড্রেড
আগে থেকেই চোট যন্ত্রণায় ভুগছে মোহনবাগান। চোটের কারণে আপাতত ডুরান্ড কাপে অনিশ্চিত সুহেল ভাট, শুভাশিস বসুরা। তাছাড়াও চিন্তা রয়েছে মনবীর সিংকে নিয়েও। আর এসবের মাঝেই সমর্থকদের স্বস্তি দিলেন বাগানের অন্যতম বড় তারকা টম অলড্রেড। জানা গিয়েছে, বৃহস্পতিবার মোহনবাগানের সাথে নিবিড় অনুশীলন সেরেছেন টম। যদিও অনুশীলনের শেষের দিকে তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়। তবে বাগানের একটি সূত্র দাবি করছে, সব ঠিক থাকলে রবিবার জুটি বাঁধতে পারেন টম এবং আলবার্তো রদ্রিগেজ।
অবশ্যই পড়ুন: ছোট হবে বাসের আকার! পরিবর্তন আসন সংখ্যাতেও, বিজ্ঞপ্তি পরিবহণ দফতরের
উল্লেখ্য, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার আগেই দল নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা সেরেছেন বাগান কোচ মোলিনা। অনুশীলনের মাঝেই নানাভাবে দলের ছেলেদের শক্তি ঝালিয়ে নিয়েছেন তিনি। আপাতত যা খবর, রবিবার মোহনবাগানের বা প্রান্তের ভরসা হবেন লিস্টন কোলাসো।
এছাড়াও মাঝ মাঠে আপুইয়া ও অনিরুদ্ধ জুটিকে কাজে লাগাতে চাইবেন মোহনবাগানের হেড স্যার। পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ এবং জেমি ম্যাকলারেনকে দিয়ে শুরুটা রাঙিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়াও জেসন কামিংস ও দিমিত্রিকে ম্যাচের শেষের দিকে নামানো হতে পারে।