প্রীতি পোদ্দার, কলকাতা: জন্মাষ্টমীর দিন ছুটি থাকবে কিনা সে নিয়ে বিগত কয়েকদিন ধরেই বেশ আলোচনা চলছিল। কেন্দ্রীয় সরকারের তরফে ছুটি ঘোষণা করলেও রাজ্য সরকারের ছুটি নিয়ে ধন্দে ছিল অনেকেই। অবশেষে ১৬ আগস্ট, শনিবার জন্মাষ্টমীর দিন ছুটি দিল পশ্চিমবঙ্গ সরকার। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য সরকারের অর্থদপ্তরের তরফে একথা স্পষ্ট জানিয়ে দেওয়া হল।
জন্মাষ্টমীর ছুটি ঘোষণা রাজ্যে
উল্লেখ্য, NI অ্যাক্ট অনুসারে, প্রতি বছর জন্মাষ্টমিতে সরকারি ছুটি থাকে। তবে সেক্ষেত্রে এই ছুটি প্রয়োজনের ভিত্তিতে কোনও কোনও দপ্তরে অর্ধদিবস হিসেবে পালন করা হয়। রাজ্য সরকারও জন্মাষ্টমী উপলক্ষে ছুটি দিয়ে থাকে প্রতি বছর। এবারও তার ব্যতিক্রম হল না। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্নের অর্থদপ্তরের তরফে অতিরিক্ত সচিব পিকে মিশ্র এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। যেখানে স্পষ্ট বলা হয়েছে যে, আগামী ১৬ আগস্ট অর্থাৎ শনিবার রাজ্য সরকারের সমস্ত দপ্তর, বিভিন্ন বোর্ড, পুরসভা, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সচিবদের কাছে।
জন্মাষ্টমীর তিথি উদযাপনে গোটা দেশ
কিছুদিন আগেই জন্মাষ্টমীর দিন অর্থাৎ শনিবারে ছুটি চেয়ে সমস্ত শিক্ষক সংগঠনগুলি শিক্ষা দফতর এবং নবান্নে চিঠি পাঠিয়েছিল। তাতে বেশ কিছু সংগঠনের রাগ ছিল যে অন্যান্য দপ্তরের কথা ভাবলেও শিক্ষক-শিক্ষিকাদের ছুটি নিয়ে ততটা ভাবে না প্রশাসন। অবশেষে ক্ষোভ ও বিতর্কের অবসান ঘটিয়ে জন্মাষ্টমীর জন্য শনিবার ছুটি ঘোষণা করল সরকার। এদিকে পঞ্জিকা অনুযায়ী, আজ অর্থাৎ ১৫ আগস্ট মধ্য রাতে শেষ হচ্ছে কৃষ্ণসপ্তমী। আর তারপরেই আগামীকাল অর্থাৎ ১৬ আগস্ট, শনিবার সারা দিন উদযাপন করা হবে কৃষ্ণ অষ্টমী। তাই দেশ জুড়ে জন্মাষ্টমীর জন্য সরকারি ছুটি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ছোট হবে বাসের আকার! পরিবর্তন আসন সংখ্যাতেও, বিজ্ঞপ্তি পরিবহণ দফতরের
প্রসঙ্গত, কোনও কোনও দপ্তরে কেন্দ্রীয় সরকারি নিয়ম মতো দ্বিতীয় ও চতুর্থ শনিবার কর্মীদের ছুটি দেওয়া হয়ে থাকে। কিন্তু ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী, আগামীকাল অর্থাৎ ১৬ আগস্ট, তৃতীয় শনিবার পড়ছে, সেক্ষেত্রে জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় এবার তৃতীয় শনিবারও থাকছে ছুটি। পর পর তিনদিন টানা ছুটি পাচ্ছে কর্মীরা, ফলে স্বভাবতই খুশির হাওয়া সরকারি কর্মী মহলে।