সৌভিক মুখার্জী, কলকাতা: আজ 15 আগস্ট, ভারতের 79 তম স্বাধীনতা দিবস। তবে 1947 সালের আগে অর্থাৎ স্বাধীনতার প্রাক্কালে ভারতের বাজারের চিত্র এক্কেবারেই অন্যরকম ছিল। হ্যাঁ, তখনকার পণ্যদ্রব্যের দাম (Prices Of Goods In 1947) শুনলে আপনি ভিমড়ি খাবেন। তবে সেক্ষেত্রে মনেও রাখতে হবে যে, সে সময় মানুষের আয়ও ছিল অনেক কম। তবুও তখন 1 টাকায় যা কেনা যেত, আজকালকার দিনে তা কল্পনার বাইরে।
সোনা পাওয়া যেত জলের দরে
1947 সালে অর্থাৎ ভারতের স্বাধীনতা লাভের বছরে সোনার দাম ছিল প্রতি 10 গ্রাম মাত্র 88.62 টাকা। আর আজ তার দাম 1 লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। স্বাধীনতার পরে সোনা এমন একটি পণ্য হয়ে দাঁড়িয়েছে, যার চাহিদা দিনের পর দিন শুধুমাত্র বেড়েছে। বিনিয়োগ বলুন বা গয়না হিসাবে, সোনার চাহিদা একেবারে আকাশ ছুঁয়েছে।
1 টাকার কামাল
তখনকার সময় 1 টাকায় যা মিলত, তা আজকালকার দিনে কল্পনা করাও সাধেনা। হ্যাঁ, 1947 সালে 1 টাকাতেই 2-3 কেজি গম, 500 গ্রাম খাঁটি ঘি, 10 কেজির বেশি আলু, 1 সপ্তাহের শাক-সবজি আর ডাল মিলত। হ্যাঁ, তখন খাঁটি ঘি পাওয়া যেত মাত্র 2.50 টাকা প্রতি কেজি দরে, আর দুধের দামও ছিল 12 পয়সা প্রতি লিটার। মানে ভাবতে পারছেন!
যানবাহনের বিলাসিতা
তখনকার দিনে যানবাহন বলতে মানুষ ওই সাইকেলকেই বুঝত। আর এই সাইকেল পাওয়া যেত মাত্র 90 থেকে 110 টাকায়। আজ যার দাম দাঁড়িয়েছে 5000 টাকার উপরে। গাড়ি বলতে গেলে ফোর্ড কোম্পানির Buick 51 মডেল পাওয়া যেত তখন, যার 1947 সালে দাম ছিল 13,000 টাকা। আর 1930 সালে ফোর্ডের Model A Phaeton মডেলের দাম ছিল মাত্র 3000 টাকা। তখনকার যুগে স্কুটার বা বাইক ছিল বিরল জিনিস। গাড়িও ছিল শুধুমাত্র রাজা-মহারাজা বা বড় বড় ব্যবসায়ী কিংবা আইনজীবী বা শিল্পপতিদের মধ্যে।
পেট্রোল ও অন্যান্য জিনিসের দাম
1947 সালে পেট্রোল পাওয়া যেত প্রতি লিটার মাত্র 27 পয়সা দরে, আজ যার দাম দাঁড়িয়েছে 105 টাকা প্রতি লিটার। মানে কল্পনা করতে পারছেন? পাশাপাশি তখন ডাক খরচ অর্থাৎ খামের জন্য মাত্র 9 পয়সা লাগত আর পোস্ট কার্ডের দাম ছিল 6 পয়সা। আজকালকার দিনে ফ্লাইটের ভাড়া যেখানে ন্যূনতম 5000 টাকা দাঁড়িয়েছে, সেখানে দিল্লি থেকে মুম্বাই ফ্লাইটের টিকিটের দাম ছিল 140 টাকা। এখনকার দিনে তা 5500 টাকার উপরে।
আরও পড়ুনঃ ছোট হবে বাসের আকার! পরিবর্তন আসন সংখ্যাতেও, বিজ্ঞপ্তি পরিবহণ দফতরের
ডলারের দাম
2025 সালে দাঁড়িয়ে 1 ডলারের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 90 টাকার কাছাকাছি। আর 1947 সালে 1 মার্কিন ডলারের দাম ছিল মাত্র 4.16 টাকা। তার আগে 1925 সাল পর্যন্ত ডলারের দাম ভারতীয় টাকার থেকেও কম ছিল। হ্যাঁ, মাত্র 10 পয়সা ছিল 1 ডলারের দাম।
এদিকে তখনকার সময়ে 40 পয়সা প্রতি কেজি দরে চিনি পাওয়া যেত, 25 পয়সা প্রতি কেজি আলু পাওয়া যেত, আর সাধারণ সাবান পাওয়া যেত মাত্র 1 টাকার অনেক কম দামে। সিনেমার টিকিট, সংবাদ পত্র ইত্যাদি তো 5 পয়সারও কমে মিলত।