বিক্রম ব্যানার্জী, কলকাতা: অসমের সংবেদনশীল ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকার আদিবাসী হিন্দু বাসিন্দাদের জন্য বড় সিদ্ধান্ত অসম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। জানা যাচ্ছে, রাজ্যের সংবেদনশীল অঞ্চলগুলিতে বসবাসকারী ভূমিপুত্র অসমিয়ারা যাতে সহজে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারেন, সেজন্য একটি নতুন পোর্টাল চালু করলেন অসমের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের প্রাক্কালেই চালু করা হয় এই পোর্টাল।
নিরাপত্তার স্বার্থেই এমন পদক্ষেপ
বৃহস্পতিবার রাজ্যের সংবেদনশীল ও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে বসবাসকারী মানুষজনের সুবিধার্থে একটি নতুন পোর্টাল চালু করেই অসমের মুখ্যমন্ত্রী জানান, এই উদ্যোগের লক্ষ্য দায়িত্বশীল নাগরিকদের শান্তি এবং আইন-শৃঙ্খলা বজায় রাখাতে সহায়তা করার ক্ষমতা প্রদান করা।
আসলে অসমের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানকার মানুষজন মূলত প্রতিদিন নানান ঝুঁকির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, এবার তাঁরা যাতে সহজে নিজেদের আত্মরক্ষার্থে আগ্নেয়াস্ত্র পেতে পারেন সেজন্যই এই নতুন পোর্টাল লঞ্চ।
অবশ্যই পড়ুন: রক্ষিতার সন্তানের জন্য কাঁড়ি কাঁড়ি টাকা খরচ! ফের শামির উপর বিষোদগার হাসিন জাহান
আবেদন করলেই মিলবে লাইসেন্স?
রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলির মানুষজনের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স পাওয়ার লক্ষ্যে যে নতুন পোর্টাল চালু করা হয়েছে, তাতে আবেদন করলেই যে লাইসেন্স পাওয়া যাবে না সেকথা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী। আসলে শর্মার বক্তব্য, আবেদন করলেই লাইসেন্স মিলবে না। এর জন্য কঠোর যাচাই বাছাই ও বহুস্তরীও ভেরিফিকেশন প্রক্রিয়ার পরই যোগ্য ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে অস্ত্রের লাইসেন্স।
যদিও সেক্ষেত্রে রয়েছে বেশ কিছু শর্ত। জানা যাচ্ছে, যিনি বা যাঁরা আগ্নেয়াস্ত্রের জন্য আবেদন করবেন, তাঁদের পূর্বের কোনও অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না। একই সাথে, ওই ব্যক্তিদের মানসিকভাবে সুস্থ হতে হবে। শুধু তাই নয়, অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নেওয়ার পরই যাচাইকরণের মাধ্যমে উপযুক্ত ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে অস্ত্রের লাইসেন্স। তাছাড়াও নিজের ঝুঁকিপূর্ণ অবস্থার যুক্তিযুক্ত কারণও দেখাতে হবে আবেদনকারীকে।
BREAKING NEWS 🚨 📢
Assam CM Himanta Biswa Sarma launches portal through which indigenous Hindus living in ‘sensitive areas’ can apply for arms licences. pic.twitter.com/oRcBrSiFVJ
— News Arena India (@NewsArenaIndia) August 14, 2025