বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন অধিনায়ক পেল শাহরুখ খানের দল। হ্যাঁ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের একেবারে প্রাক্কালে বড়সড় বদল ত্রিনবাগো নাইট রাইডার্সে। রিপোর্ট অনুযায়ী, TKR দলের নতুন অধিনায়ক হলেন ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান। দীর্ঘ বেশ কিছুদিন ধরেই দলটিকে নেতৃত্ব দেওয়া নিয়ে উঠে আসছিল পুরানের নাম। অবশেষে সেই সম্ভবনাতেই পড়ল সিলমোহর।
কায়রন পোলার্ডের জুতোয়ে পা গলালেন পুরান
শাহরুখের দল ত্রিনবাগো নাইট রাইডার্সকে 2019 সালে থেকে নেতৃত্ব দিয়ে আসছিলেন আরেক ক্যারিবিয়ান স্টার পোলার্ড। সে বছর ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন সতীর্থ ডোয়াইন ব্রাভোর বিকল্প হিসেবে TKR দলের অধিনায়ক হয়েছিলেন তিনি। এবার সেই আসন কার্যত ছিনিয়ে নিলেন তাঁরই দেশের তুখোড় তারকা নিকোলাস।
নতুন দায়িত্ব পেয়ে খুশি পুরান
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগেই ত্রিনবাগো নাইট রাইডার্স দলের অধিনায়কত্ব পেয়ে যথেষ্ট খুশি ক্যারিবিয়ান ক্রিকেটার নিকোলাস পুরান। যে প্রসঙ্গেই কথা বলতে গিয়ে রাসেলদের সতীর্থ বলেছেন, এই ফ্র্যাঞ্চাইজিটিকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়াটা সত্যিই সৌভাগ্যের।
আমি আমার সেরাটা উজাড় করে দেব এই দলের জন্য। এরপরই পুরান বলেন, এই দায়িত্ব এমন এক দায়িত্ব যা ব্রাভো থেকে পোলার্ডের হাত ঘুরে আমার কাছে এসেছে। তবে সবচেয়ে আনন্দের বিষয়, পোলার্ড, রাসেল, নারিনরা এখনও এই দলে রয়েছেন। মাঠে তাদের নেতৃত্ব দেওয়াটা আমার জন্য বিরাট গর্বের!
অবশ্যই পড়ুন: তিরাঙ্গার সাথে সেলফি আপলোড করলে সার্টিফিকেট দেবে ভারত সরকার! কীভাবে পাবেন?
উল্লেখ্য, শাহরুখের দল TKR এ অধিনায়ক হিসেবে পুরান নতুন দায়িত্ব পাওয়ার পর মুখ খুলেছেন প্রাক্তন অধিনায়ক পোলার্ড। পুরানের নতুন দায়িত্ব প্রসঙ্গে কথা বলতে গিয়ে পোলার্ড বলেন, আমার বিশ্বাস পরবর্তী প্রজন্মকে তৈরি করাটা অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া নতুন হেড কোচ হিসেবে চলতি বছর ব্রাভো আসায় এটাই নতুন অধিনায়ক চয়নের জন্য সঠিক সময়। আমার বিশ্বাস, অধিনায়ক হওয়াটা পুরানের জন্য একেবারে সঠিক সুযোগ। মাঠে থেকে পুরানকে সাহায্য করতে পারার সুযোগ পেয়ে আমি অত্যন্ত খুশি।।