বড় ধাক্কা ইস্টবেঙ্গলে! বাবা প্রয়াত হওয়ায় ডার্বির আগে দেশ ছাড়লেন মহম্মদ রশিদ

East Bengal FC hard situation before Kolkata Derby in Durand Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভাগ্য কাহারে কয়? ডুরান্ড কাপে বহু অপেক্ষিত ডার্বির আগেই বড় ধাক্কা খেলো ইস্টবেঙ্গল। শুক্রবার রাতেই হঠাৎ প্রয়াত হয়েছেন ইস্টবেঙ্গল তারকা মহম্মদ রশিদের বাবা। সে খবর পেতেই তড়িঘড়ি প্যালেস্টাইনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেন তিনি। কাজেই মোহনবাগানের বিরুদ্ধে রবির ব্যাচে রশিদকে পাবে না লাল হলুদ।

রশিদের না থাকা ডার্বিতে ইস্টবেঙ্গলের জন্য বড় ধাক্কা

মোহনবাগানের বিরুদ্ধে একেবারে নিঃশব্দে নিজেদের শেষ পর্বের প্রস্তুতি চালাচ্ছিল মশাল ব্রিগেড। রবিবার একেবারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা নিয়েই চলছিল অনুশীলন। আর ঠিক সেই আবহে, হঠাৎ দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলারের দেশে ফিরে যাওয়াটা ইস্টবেঙ্গলের জন্য যে যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠবে, সে কথা বলার অপেক্ষাই রাখে না।

অনুশীলনে যোগ দিয়েছেন জয় গুপ্তা

পিতা প্রয়াত হওয়ায় মহম্মদ রশিদের দেশে ফিরে যাওয়ার খবর যেমন ইস্টবেঙ্গলের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে, ঠিক তেমনই ডার্বির আগেই সুখবর পেয়েছেন লাল হলুদ সমর্থকরা। আসলে বহু জল্পনাকে সত্যি করে অবশেষে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন জয় গুপ্তা।

ফুটবল বিশেষজ্ঞদের একাংশের দাবি, ডার্বির আগে জয়কে পাওয়াটা ইস্টবেঙ্গলের জন্য একেবারে সৌভাগ্যের। মনে করা হচ্ছে, লেফট ব্যাক হিসেবেই রবিবার দলের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠতে পারেন তিনি। যদিও ডার্বিতে জয় গুপ্তাকে খেলানো হবে কিনা সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য দেয়নি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

 

East Bengal footballer Rashid’s father dies, he is returning home on an emergency basis. 🚨

STAY STRONG RASHID

Posted by Troll EastBengal 1920 on Friday, August 15, 2025

অবশ্যই পড়ুন: সাধারণ দর্শকদের জন্য বরাদ্দ মাত্র ১৫,৩১২টি টিকিট, কলকাতা ডার্বি ঘিরে শুরু কালোবাজারি!

উল্লেখ্য, ইস্টবেঙ্গলের অটোসাটো অনুশীলনের মাঝে নিজের সবদিক থেকে তৈরি করে নিচ্ছে মোহনবাগান। আসলে সবুজ মেরুনের অন্যতম প্রাণশক্তি দেশীয় ফুটবলাররা। আর তাদের উপর ভরসা রেখেই ডার্বিতে বাজিমাত করতে চাইবেন কোচ হোসে মোলিনা। সূত্রের যা খবর, রবিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানকে স্বস্তি দিতে পারেন লিস্টন কোলাসো। জাতীয় দলের এই তুখোড় ফুটবলার ডার্বিতে গোল করার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন! তাছাড়াও বিদেশিদের মধ্যে জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমিত্রিরা তো রয়েছেনই।

Leave a Comment