সৌভিক মুখার্জী, কলকাতা: মোবাইল ব্রাউজারের দুনিয়ায় গুগল ক্রোম (Google Chrome) বরাবরই আধিপত্য বিস্তার করে এসেছে। তবে এবার সেই ছবি বদলাতে চলেছে। হ্যাঁ, এনভিডিয়া সমর্থিত এআই স্টার্টআপ Perplexity AI তাদের নতুন ব্রাউজার Comet স্মার্টফোনে প্রি-ইন্সটল করার জন্য মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে আলোচনায় নেমে পড়েছে। আর যদি এই পরিকল্পনার সফল হয়, তাহলে এটি সরাসরি ক্রোমের দৌরাত্ম্য থেমে যেতে পারে।
কী এই Comet ব্রাউজার?
উল্লেখ্য, Comet শুধুমাত্র কোনো সাধারণ ব্রাউজার নয়, বরং এটি এআই চালিত স্মার্ট অ্যাসিস্ট্যান্ট। আর এটি ক্রোমিয়াম ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি হবে। তাই সাধারণ ব্রাউজারের মতো সমস্ত ফিচার থাকলেও এর ভিতরে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি।
প্রথমত, এই ব্রাউজার ওয়েবপেজ সারাংশ তৈরি করে দেবে। দ্বিতীয়ত, ইমেইল ম্যানেজ করতে পারবে, ক্যালেন্ডার থেকে মিটিং সিডিউল করতে পারবে। এমনকি ব্রাউজিং হিস্ট্রি বা ডেটা ব্যবহার করে সরাসরি কাজ সম্পন্ন করতে পারবে। অর্থাৎ, একাধিক ট্যাব ঘাঁটাঘাঁটি না করেও এক ব্রাউজারের মাধ্যমেই দৈনন্দিন কাজ গুছিয়ে নেওয়া যাবে।
Great hosting @arrahman at @perplexity_ai office today with live demos of Comet browser, and his upcoming project “Secret Mountain”. pic.twitter.com/1MNiLzdGas
— Aravind Srinivas (@AravSrinivas) July 25, 2025
মোবাইলেই আসছে এআই ব্রাউজিং
উল্লেখ্য, এখনো পর্যন্ত Comet শুধুমাত্র ডেক্সটপের বেটা ভার্সনেই উপলব্ধ। কিন্তু কোম্পানির লক্ষ্য, আগামী বছর থেকেই কোটি কোটি ব্যবহারকারীদের কাছে এই ব্রাউজার পৌঁছে দেওয়া। আর এর জন্য মোবাইল নির্মাতা সংস্থাগুলির সঙ্গে বড়সড় চুক্তির পরিকল্পনাও চলছে, যাতে নতুন স্মার্টফোনে ডিফল্ট ব্রাউজার হিসেবে Comet যুক্ত থাকে।
আরও পড়ুনঃ গ্রাহকদের ঝটকা দিয়ে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল দেশের বড় ব্যাঙ্ক!
এদিকে Perplexity-এর সিইও অরবিন্দু শ্রীনিবাস স্বীকার করেছেন যে, গুগল ক্রোমের মতো শক্তিশালী ডিফল্ট ব্রাউজারকে সরিয়ে দেওয়া অতটাও সহজ নয়। তবুও মোটোরোলার সঙ্গে সহযোগিতা এবং বিনামূল্যে এক বছরের Perplexity Pro সাবস্ক্রিপশন দেওয়ার মতো পদক্ষেপ কোম্পানির আগ্রহকে অনেকটাই স্পষ্ট করছে।
এদিকে বিশ্বজুড়ে গুগল ক্রোম এবং অ্যাপেল সাফারি একসঙ্গে 90%-এরও বেশি মার্কেট দখল করে রেখেছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি সফলভাবে Comet ব্রাউজার প্রি-ইন্সটল শুরু হয়, তাহলে ব্যবহারকারীরা ব্রাউজিংয়ের নতুন অধ্যায়ে পা রাখবে, তা বলার অপেক্ষা রাখে না। এবং শুধু দেখার, আগামী দিন কী হয়।