সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল লালকেল্লায় স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমজনতার মুখে হাসি ফোটানোর মতো সব ঘোষণা করেছেন। হ্যাঁ, লালকেল্লা থেকে ভাষণ দিতে গিয়ে তিনি জানিয়েছেন, দেশের জন্য এবার নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার (Next Generation GST Reforms) আসছে। আর এতে করের বোঝা কমবে। ফলে সাধারণ মানুষ স্বস্তি পাবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে যে, এবার কর কাঠামোতে বড়সড় বদল দেখা যেতে পারে।
কোন কোন পণ্যের দাম কমবে?
নতুন প্রস্তাব অনুযায়ী, বর্তমানে 12% কর স্ল্যাবে থাকা বেশিরভাগ পণ্যই 5% কর স্ল্যাবে চলে আসবে। এমনকি যে সমস্ত পণ্যের উপর 28% কর ছিল, তা সবই কমে 18%-এ আসবে। তবে নেশাজাত পণ্য যেমন সিগারেট, বিয়ার বা তামাকজাত দ্রব্যের উপর 40% পর্যন্ত কর চালু হবে। এর ফলে সাধারণ ক্রেতারা সরাসরি সুফল পাবে, তা নিয়ে কোনো সন্দেহ থাকছে না।
কোন কোন জিনিস সস্তা হবে?
করের হার কমার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে কিছু বড় বড় পণ্যের দামও অনেকটাই কমতে পারে। মনে করা হচ্ছে যে কনডেন্সড মিল্ক, সাইকেল, ছাতা, নোনতা খাবার, শুকনো ফল, বাসনপত্র, 1000 টাকার কম দামের জুতো, জুট বা কাপড়ের ব্যাগ, বাসনপত্র, কার্পেট, ইত্যাদি জিনিসের দাম অনেকটাই কমবে। এর পাশাপাশি ওষুধ, টেলিভিশন, ওয়াশিং মেশিন, কৃষিজাত পণ্য, এমনকি বীমা ও শিক্ষা পরিষেবার খরচ অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে।
Prime Minister Modi announced next-generation GST reforms aimed at reducing the tax burden, with potential implementation by Diwali 2025
According to these people, the GST reforms will make everyday essentials significantly more affordable, here’s the full list👇… pic.twitter.com/kNEx9NIee1
— Mint (@livemint) August 16, 2025
নতুন জিএসটি কাঠামো
উল্লেখ্য, এবার নতুন সংস্কারের মূলত তিনটি কর স্ল্যাব থাকবে। আর সেগুলি হল 5%, 18% এবং 40%। আর এই 40% স্ল্যাব শুধুমাত্র নেশাজাত দ্রব্যের উপরেই বর্তাবে। বর্তমানের 12% এবং 28% কর স্ল্যাব সম্পূর্ণ বাতিল হবে।
আরও পড়ুনঃ ‘বউ বলেছে মদ খেয়ে বাড়ি আসতে হবে’, ব্যক্তির কথা শুনে তাজ্জব পুলিশ! ভাইরাল ভিডিও
উল্লেখ্য, জিএসটি র্যাশনালাইজেশন নিয়ে ইতিমধ্যেই মন্ত্রীদের মধ্যে একটি গোষ্ঠী গঠন করা হয়েছে। আর তাঁদের প্রস্তাব যাবে সরাসরি জিএসটি কাউন্সিলের কাছে। সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে বসা বৈঠকে সমস্ত রাজ্যের অর্থমন্ত্রী উপস্থিত থাকবে। কাউন্সিল চাইলে এই সংস্কারকে অনুমোদন দিতেও পারে, আবার পরিবর্তনে করতে পারে কিংবা বাতিলও করতে পারে। এখন দেখার আগামীতে কী হয়।