সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এবার দারুণ সুসংবাদ। হ্যাঁ, রাজ্যের মিউনিসিপাল সার্ভিস কমিশন এবার কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই কর্মী নিয়োগ (WBMSC Mazdoor Recruitment 2025) করছে, তাও 675 শূন্যপদে। জানা যাচ্ছে, কনজারভেন্সি মজদুর পদে নিয়োগ করা হবে। শুধু লিখতে আর পড়তে জানলেই এখানে আবেদন করা যাবে।
তবে কাদের জন্য কত শূন্যপদ রয়েছে, যোগ্যতা কী দরকার, বয়স সীমা কত দরকার, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ
পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে কনজারভেন্সি মজদুর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মোট শূন্যপদ রয়েছে 675টি।
যোগ্যতা কী প্রয়োজন?
এই পদে আবেদন করার জন্য কোনোরকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি। তবে প্রার্থীকে অবশ্যই পড়তে এবং লিখতে জানতে হবে। এমনকি স্বল্প শিক্ষিত প্রার্থীরাও আবেদন করতে পারবে।
বয়স সীমা কত দরকার?
এখানে আবেদন করার জন্য সর্বোচ্চ 40 বছর বয়স চাওয়া হয়েছে। সর্বনিম্ন বয়স সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ করা নেই। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
এই পদে চাকরি পেলে প্রার্থীদের পে লেভেল-1, ROPA 2019 অনুযায়ী বেতন দেওয়া হবে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাও প্রদান করা হবে।
নিয়োগ প্রক্রিয়া
আগ্রহী এবং যোগ্য চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতার পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন কীভাবে করবেন?
এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের mscwb.org ওয়েবসাইটে যেতে হবে। তারপর “Conservancy Mazdoor Recruitment 2025” লিংকে ক্লিক করতে হবে। নতুন প্রার্থী হলে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে সবশেষে ফি প্রদান করে সাবমিট করতে হবে।
বলে দিই, এখানে UR, EWS ও OBC প্রার্থীদের 200 টাকা করে ফি চাওয়া হয়েছে। তবে অন্যান্য প্রার্থীরা 50 টাকা করে ফি দিলেই হবে।
আরও পড়ুনঃ গুগল ক্রোমের দাপট শেষ? বাজার কাঁপাতে আসছে AI চালিত নতুন ব্রাউজার
গুরুত্বপূর্ণ তারিখ
এখানে আবেদন শুরু হবে আগামী 21 আগস্ট থেকে এবং আবেদন চলবে আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
অফিসিয়াল নোটিফিকেশন- Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।