হড়পা বানে বিপর্যস্ত পাকিস্তান, খাইবার পাখতুনখোয়ায় মৃত ৩০০ পার! বাড়ছে সংখ্যা

floods in Pakistan Over 300 dead Khyber Pakhtunkhwa

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটানা বৃষ্টি ও ভয়াবহ হড়পা বানের জের, মৃত্যুমিছিল পাকিস্তানে। পাক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার খাইবার পাখতুনখোয়ায় হড়পা বানের কারণে 300 জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর জানিয়েছে পাকিস্তানের প্রশাসন। শুধু তাই নয়, ভয়াবহ দুর্যোগে নিজেদের বাসস্থান, সহায় সম্বল সব হারিয়ে রাস্তায় উঠে এসেছেন বহু মানুষ। নিখোঁজ হয়েছেন বহু পাকিস্তানি।

জোর কদমে চলছে উদ্ধার কাজ

পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথমে প্রশাসনের তরফে তথ্য দিয়ে জানানো হয়, মুষলধারে বৃষ্টির কারণে গত শুক্রবার খাইবার পাখতুনখোয়ায় হড়পা বান আসে। আর তাতেই মৃত্যু হয় 200 জন বাসিন্দার। নিখোঁজ হয়ে যান বহু মানুষ। এমন খবরের পর শনিবার ফের প্রশাসনের তরফে জানানো হয়, ভয়াবহ বন্যার কারণে নিখোঁজদের মধ্যে থেকে আরও 107 জনের মৃতদেহ পাওয়া গিয়েছে।

যার জেরে হড়পা বানে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ায় 307 এ। পাকিস্তানের সংবাদমাধ্যম আশঙ্কা করছে, সময়ের সাথে সাথে মৃতের সংখ্যাটা আরও বাড়তে পারে। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ।

অবশ্যই পড়ুন: রবিবার মুখোমুখি হচ্ছ ইস্টবেঙ্গল-মোহনবাগান, কোথায় দেখা যাবে কলকাতা ডার্বির লাইভ স্ট্রিমিং?

পাকিস্তানের এই অঞ্চলগুলিতে ভয়াবহ বৃষ্টি হয়েছে

খাইবার পাখতুনখোয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র ফৈজি জানান, মূলত সোয়াত, সাংগ্রা, বাজাউর, বাটাগ্রাম, তোরঘর, মানেহরা, বুনের জেলায় ভয়াবহ বৃষ্টি হয়েছে। যার জেরে দুর্যোগ নেমে এসেছে সাধারণ মানুষের জীবনে।

পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, এখনও পর্যন্ত হড়পা বানের কারণে যে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 184 জনই বুনেরের বাসিন্দা ছিলেন। অন্যদিকে, সাংগ্রায় প্রাণ গিয়েছে 36 জনের, এছাড়া অন্যান্য অঞ্চল মিলিয়ে মোট 87 জনের মৃত্যু হয়েছে ভয়াবহ বন্যায়। এদিকে উদ্ধার কাজ চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে মারা গিয়েছেন 2 জন হেলিকপ্টার ক্রু সদস্য।

Leave a Comment