CRS-এ সফল এয়ারপোর্ট মেট্রো, শীঘ্রই শুরু হচ্ছে নোয়াপাড়া-বিমানবন্দর পরিষেবা

Noapara-Kolkata Airport Metro CRS inspection dumdum cantonment to airport section

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নোয়াপাড়া-বারাসাত মেট্রো রুটের নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত অংশের উদ্বোধন হওয়ার কথা আগামী শুক্রবার অর্থাৎ 22 আগস্ট। আর তার আগেই নিয়ম মেনে, শনিবার দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত অংশ পরিদর্শন করলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি সুমিত সিংঘল। তাহলে কী এবার শুরু হবে বাণিজ্যিক পরিষেবা?

ভাগ্য খুলল এয়ারপোর্ট মেট্রোর?

আপাতত সূত্রের যা খবর, শনিবার দমদম ক্যান্টনমেন্ট থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত অংশের লাইন থেকে শুরু করে মেট্রো চলাচল ব্যবস্থা সহ অন্যান্য যাবতীয় পরিকাঠামো খুঁটিয়ে পরীক্ষা করেন কমিশনার অফ রেলওয়ে সেএফটি।

সাধারণত রেলের নিয়ম অনুযায়ী, মেট্রোরেলের কোনও প্রকল্প বা বাণিজ্যিক পরিষেবা শুরু করার আগে রেলওয়ে সেফটির অনুমোদন প্রয়োজন। তবে সেই অনুমোদনের আগে রেলওয়ে সেফটির আধিকারিকরা সংশ্লিষ্ট অংশ পরিদর্শনে আসেন।

শনিবার নিয়ম মেনে সেই কাজ হয়ে গিয়েছে। এখন অপেক্ষা সিআরএসের সবুজ সংকেতের। আর তা পাওয়া গেলেই চালু করা যাবে এয়ারপোর্ট মেট্রোর বাণিজ্যিক পরিষেবা। মেট্রো রেল সূত্রে খবর, শনিবার দমদম ক্যান্টনমেন্ট থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত অংশ ট্রলিতে চেপে পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।

জানা যাচ্ছে, এদিনই নোয়াপাড়া বিমানবন্দর অংশে স্পিড ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের একাংশের দাবি, দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত অংশ পরিদর্শনের পর স্বস্তি প্রকাশ করেছেন সুমিত বাবু। তবে আনুষ্ঠানিক বা বাণিজ্যিক পরিষেবা শুরুর আগে, যেটা দরকার, সেই ছাড়পত্রের জন্য অপেক্ষায় ছিলেন কলকাতা মেট্রোর কর্মকর্তারা।

রিপোর্ট অনুযায়ী, দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত অংশে কোনও সমস্যা না থাকায় এবার যাত্রী পরিষেবা শুরু করার অনুমতি দিয়ে দিয়েছে CRS। কাজেই, উদ্বোধনের পরই যত দ্রুত সম্ভব বাণিজ্যিক পরিষেবা শুরু করার পথে হাঁটবেন মেট্রো কর্তারা..

অবশ্যই পড়ুন: রবিবার মুখোমুখি হচ্ছ ইস্টবেঙ্গল-মোহনবাগান, কোথায় দেখা যাবে কলকাতা ডার্বির লাইভ স্ট্রিমিং?

উল্লেখ্য, রিপোর্ট অনুযায়ী আগামী শুক্রবার নোয়াপাড়া-বারাসাত অর্থাৎ ইয়েলো লাইনের প্রথম অংশের উদ্বোধন হয়ে যাবে। জানা যাচ্ছে, ইয়েলো লাইনের প্রথম অংশ চালু হওয়ার পাশাপাশি ওই একই দিনে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অংশও চালু হওয়ার কথা রয়েছে।

Leave a Comment