পুজোর আগে হাওড়া, শিয়ালদা, আসানসোল থেকে স্পেশাল ট্রেন! রুট ও সূচি দিল পূর্ব রেল

eastern railway special train

সহেলি মিত্র, কলকাতা: আসন্ন দুর্গাপুজো, দীপাবলি এবং ছোটপুজোর কথা মাথায় রেখে বিরাট উদ্যোগ নিল পূর্ব রেল। শিয়ালদা, হাওড়া সহ বেশ কিছু রুটে স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এখন নিশ্চয়ই ভাবছেন কোন কোন রুটে এবং কবে থেকে এই স্পেশাল ট্রেন চলবে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

হাওড়া থেকে রাক্সৌল অবধি বিশেষ ট্রেন

পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশেষ ট্রেনটি হাওড়া থেকে ট্রেন নম্বর ০৩০৪৩ ২৭ সেপ্টেম্বর, ৪ অক্টোবর, ১১ অক্টোবর, ১৮ অক্টোবর, ২৫ অক্টোবর, ১ নভেম্বর, ৮ নভেম্বর এবং ১৫ নভেম্বর চলবে। অপরদিকে রক্সৌল থেকে ট্রেন নম্বর ০৩০৪৪ ২৮ সেপ্টেম্বর, ৫ অক্টোবর, ১২ অক্টোবর, ১৯ অক্টোবর, ২৬ অক্টোবর, ২ নভেম্বর এবং ১৬ নভেম্বর ছাড়বে। এই স্পেশাল ট্রেনগুলি উভয়মুখে যাত্রাপথে দুর্গাপুর, চিত্তরঞ্জন, মধুপুর, ঝাঝা, কিউল, বারৌনী, দলসিংহ সরায়,সমস্তীপুর, দ্বারভাঙ্গা, কমতৌল, জনকপুর রোড, সীতামাঢী ও বৈরগনিয়াঁ স্টেশনেও থামবে।

এই ট্রেনে এসি ২টিয়ার, এসি ৩ টিয়ার,স্লিপার ক্লাস, সাধারণ দ্বিতীয় শ্রেণী, এলএসএলআরডি, পাওয়ার কার সহ ১৮টি কোচ থাকবে।

আসানসোল-গোরখপুর বিশেষ ট্রেন

এই পুজোতে আসানসোল থেকে গোরখপুর অবধি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে পথচলা শুরু হবে এই ট্রেনের, চলবে ৭ নভেম্বর অবধি। যাত্রাপথে এই ট্রেন উভয়মুখে চিত্তরঞ্জন, মধুপুর, জসিডিহ, কিউল, গোরখপুরের মতো স্টেশনগুলিতে থামবে।

er special train

এরইসঙ্গে শিয়ালদা টু গোরখপুর এবং গোরখপুর টু শিয়ালদা পুজো স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে রেলওয়ে। ট্রেনগুলি আগামী ৩০ সেপ্টেম্বর থেকে চলা শুরু করবে, এরপর ১৯ নভেম্বর অবধি চলবে। যাত্রাপথে এই ট্রেনগুলি থামবে শিয়ালদা, বর্ধমান, আসানসোল, জসিডিহ, পাটনা, গোরখপুর সহ আরও বেশ কিছু স্টেশনে।

আসানসোল টু পাটনা পুজো স্পেশাল ট্রেন

পুজোর সময় থেকে শুরু করে ছটপুজো অবধি পূর্ব রেল আসানসোল টু পাটনা এবং পাটনা টু আসানসোল অবধি ট্রেন চালাবে। আগামী ১৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর অবধি এই ট্রেন চলাচল করবে। যাত্রাপথে ট্রেনগুলি থামবে আসানসল, চিত্তরঞ্জন, জামতাড়া, মধুপুর, জসিডিহ, পাটনা সহ বেশ কিছু স্টেশনে থামবে।

Leave a Comment