৪৮ ঘণ্টায় সাফল্য! সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া পদ্মশ্রী উদ্ধার করল পুলিশ, আটক ১

Bula Chowdhury

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি হুগলিতে ঘটেছিল ভয়াবহ চুরি। হ্যাঁ, স্বাধীনতা দিবসের আগে প্রাক্তন বিশ্বরেকর্ডধারী সাঁতারু বুলা চৌধুরীর (Bula Chowdhury) আদি বাড়িতে দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছিল। আর এতে তাঁর জীবনের অন্যতম সেরা অর্জন পদ্মশ্রী পদক সহ আরো বিশেষ স্মারক এবং মূল্যবান সম্পদ চুরি হয়। হঠাৎ করেই নিজের কৃতিত্ব হারাতে ভেঙে পড়েছিল বুলা। তবে 48 ঘণ্টার মধ্যেই সেই পদক ফেরত এনে দিল পুলিশ। 

কীভাবে ঘটেছিল চুরি?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত্রিবেলা হিন্দমোটরের দেবাইপুকুর রোডের পুরনো বাড়িতে দুষ্কৃতীরা ঢুকেছিল। ওই বাড়িটি দীর্ঘদিন ধরেই ফাঁকা থাকার ফলে সহজেই তাঁরা ভেঙে ঢুকে পড়েছিল। জানা যায়, প্রাক্তন বিশ্বরেকর্ডধারী সাঁতারু বর্তমানে সপরিবারে দক্ষিণ কলকাতার কসবার ফ্ল্যাটে বসবাস করেন। আর হিন্দমোটরের বাড়িটি তাঁর ভাই মিলন চৌধুরী দেখাশোনা করেন।

শুক্রবার মিলন ওই বাড়িতে যাওয়াতেই সামনে আসে ভয়ংকর চুরির চিত্র। হ্যাঁ, দেখা যায় ভাঙা দরজা-জানলা, অগোছালো ঘর আর পদ্মশ্রী পদক সহ একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী নেই। সবথেকে বড় ব্যাপার, বাথরুমের কল থেকে ঠাকুর ঘরের সামগ্রী, লক্ষ্মীর ভাঁড় সব কিছুই চুরি হয়ে যায়। সঙ্গে সঙ্গেই তিনি উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশের অভিযান

প্রথমে স্থানীয় থানায় পুলিশ তদন্ত শুরু করেছিল। তারপর দ্রুত মামলাটি সিআইডির হাতে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য একাধিক সন্দেহভোজন ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজন নিজের দোষ স্বীকার করে নেয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই রাতভর অভিযান চালিয়ে সেই চুরি হওয়া পদ্মশ্রী পদক, 295টি পদক সহ আরো কয়েকটি মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ লাগাতার হারের জের, বাবর-রিজওয়ানদের বেতনে কোপ বসাতে পারে PCB

উল্লেখ্য, মাত্র 48 ঘণ্টার মধ্যেই পুলিশের এই সাফল্যে ক্রীড়া জগৎ থেকে শুরু করে বিশিষ্ট মহলের প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই মনে করছে যে, শান্তিনিকেতন থেকে চুরি হয়ে যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক হয়তো এখনো সিবিআই উদ্ধার করতে পারেন। এখন দেখার আদৌ তা হয় কিনা।

Leave a Comment