ভিউজ বাড়াতে দুই বউ নিয়ে ফস্টি নস্টি! অভিযোগ উঠতেই গ্রেফতার ‘দীপঙ্কর দার আড্ডা’

dipankar dar adda

সহেলি মিত্র, কলকাতাঃ বিয়ে একটা পবিত্র জিনিস। কিন্তু ‘দীপঙ্কর দার আড্ডা’র (Dipankar Dar Adda) দীপঙ্কর বিশ্বাসের কাছে বিয়ে বিষয়টিই অনেকের কাছে এখন ছেলেখেলার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন ফেসবুক, ইনস্টাগ্রাম খুললেই কেউ কেউ কন্টেন্টে দেখাচ্ছেন দুটি গার্লফ্রেন্ড নয়তো দুটি বউ নিয়ে রিল বানাচ্ছেন। যার বড় উদাহরণ হলেন বিখ্যাত ইউটিউবার আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী পায়েল ও কৃতিকা। যাইহোক, আজকের এই প্রতিবেদনে তাঁদের নয়, বরং এমন একজন ইউটিউবারকে নিয়ে আলোচনা করা হবে যে কিনা সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। তাঁর নাম হল দীপঙ্কর বিশ্বাস। তাঁকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার

অনেকেই জানেন তো অনেকেই হয়তো জানেন না যে কিছুদিন আগে অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা ইউটিউবে আপত্তিকর ভিডিও প্রকাশ করার জন্য ‘দীপঙ্কর দার আড্ডা’র বিরুদ্ধে আসরে নামেন। এমনকি তাঁর বিরুদ্ধে মামলা করেন। এই দীপঙ্করকে সম্প্রতি অন ক্যামেরায় ডিক্লেয়ার করে দুটো বিয়ে। এই ঘটনায় অনেকেই আইনজীবীর পাশে দাঁড়িয়েছেন। আইনজীবী সঙ্গীতা দাস জানা প্রতিটি আপত্তিকর ঘটনার পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেন নিজের ফেসবুকের পাতায়।

কয়েকদিন আগেই সঙ্গীতা দাস এই দীপঙ্করকে নিয়ে একটা লম্বা পোস্ট করেন। তিনি লেখেন, ‘যতটুকু রিপোর্ট পেয়েছি তার ভিত্তিতে আপনাদের জানাচ্ছি। দীপঙ্কর আর সুমি দুজনের আগে থেকেই একটা ভালোবাসার সম্পর্ক ছিল বিবাহ পূর্বে। আর সেটা যানা সত্বেও মৃনাল সুমি কোয়েল আর দীপঙ্কর একসঙ্গে সব সময় রিলস বানাতেন। সুমি আর দীপঙ্কর এর ক্লোজ ভিডিও মৃনাল নিজেই তুলে দিতেন। এভাবেই চলতে চলতে ওদের ভালোবাসা আবার – – ,-!! আবার দীপঙ্কর একটা “attempt to murder ” কেস এর আসামি বলে জানা গেছে। আর যারা এই কেস দায়ের করেছিলেন তারা বর্তমানে নেগোসিয়েশন করতে ইচ্ছুক। কিন্তু বিনিময়ে Rs. 50,0000/- দিতে হবে। আর ওদিকে ওদের চার জনের account এই বেশ ভালো অঙ্কের টাকা আছে। এই সোস্যাল মিডিয়া থেকে ইনকাম করা। Amount টি এখানে বলছি না। আর কোয়েল আর দীপঙ্কর চাইছে সুমির থেকে ঐ টাকা টা নেবে(as per report)। আর তার জন্যই দুজনে মিলে প্লান করে সুমি কে বিয়ের জালে জড়িয়েছে (as per report)। এখন মৃনাল যদি চায় তো প্রপার লিগাল অ্যাকশন নিতে পারে। ওদের একটা মেয়েও আছে। কিন্তু লিগাল অ্যাকশন না নিয়ে শুধু সোস্যাল মিডিয়া তে নাটক দেখানোর কি অর্থ বুঝি না। এত কিছুর পরেও ওরা চারজন ই সোস্যাল মিডিয়া থেকে ইনকাম এর বিষয় টা যাতে কোনো রকম হ্যাম্পর না হয় সেদিকেও সুচতুর ভাবেও খেয়াল রেখেছে সবাই। এবার আপনারাই বলুন কি করা উচিৎ?? মৃনাল এর এই কান্নাকাটি নাটক বন্ধ করা উচিত। যদি ও লিগালি কিছু না করেন।’ যাইহোক, অবশেষে এই দীপঙ্কর বেথুয়াডহরিতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। সঙ্গে রয়েছে সুমি এবং কোয়েল।

আইনজীবীর পাশে হাইকোর্টের অন্যান্য আইনজীবীরা

এই আইনজীবী বর্তমানে নিজের প্রাণ সংশয়ের কথাও জানিয়েছেন, তবে দমে থাকার পাত্রী যে নন তাও সঙ্গীতা দাস জানা স্পষ্ট করে দিয়েছেন। এখন তো আবার হাইকোর্টের বেশ কিছু আইনজীবীও তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন। যাইহোক, একজন আইনজীবীর পাশে দাঁড়িয়ে লিখেছেন, ‘ফেসবুকের এই নোংরামি দিনদিন বেড়েই চলেছে ট্রেনে বাসে এমনকি পাশে কেউ থাকলেও ফেসবুক খোলার উপায় নেই। এরা যে কি করে সামনে চলে আসে জানিনা। দিদিভাই আপনাকে অনেক ধন্যবাদ শুধুমাএ আপনার কারনেই ফেসবুকের নোংরামি অনেকটাই কমে গেছে দিদিভাই আপনি হাল ছাড়বেন না আমরা আপনার পাশে আছি।’

Leave a Comment