মধ্যরাতে বরানগরের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা যুবতীর! চলে ভাঙচুর, আটক ৩

Baranagar

সৌভিক মুখার্জী, কলকাতা: 14 আগস্টের গভীর রাতে হঠাৎ করেই হইচই পড়ে যায় বরানগর (Baranagar) পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অঞ্জন পালের বাড়িতে। হ্যাঁ, আচমকাই নাকি এক যুবতী মধ্যরাতে ওই কাউন্সিলরের বাড়িতে হাজির হন। অভিযোগ ওঠে, তিনি নেশাগ্রস্থ অবস্থাতেই ছিলেন।

এরপর হাতে বাঁশ নিয়ে বাড়ির দরজা-জানালায় হামলা চলাতে থাকেন। এমনকি জানলার কাঁচও ভাঙচুর করা হয়। সবথেকে বড় ব্যাপার নেশার ঘোরে নিজেকে সামলতা না পেরে সে পাশের ড্রেনে পড়েও যায়। ওই কয়েক মিনিটের ফুটেজ ইতোমধ্যেই বাড়ির সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। 

আতঙ্কে কাউন্সিলরের গোটা পরিবার

TV 9-এর রিপোর্ট অনুযায়ী, ওই ঘটনায় কাউন্সিলরের পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। হ্যাঁ, দরজায় একের পর এক আঘাত পড়তে থাকে, এমনকি জানালার কাঁচ ভাঙার শব্দে গোটা বাড়ি কেঁপে ওঠে। কাউন্সিলর নিজেও দ্রুত নেমে আসেন। 

তিনি বলেছেন যে, 14 আগস্ট রাত দেড়টা নাগাদ এই ঘটনা ঘটেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কেউ মজা করছে। পড়ে দেখছি এক মহিলা বাঁশ দিয়ে জানালার কাঁচ ভাঙছে। পরে জানতে পারি যে, মেয়েটির নাম প্রিয়াঙ্কা দাস, বয়স 26। আর তিনি স্পষ্ট মদ্যপ অবস্থাতেই ছিলেন। 

এমনকি তিনি এও বলেছেন যে, পরে দেখতে পেয়েছিলাম দুটো মেয়ে এসে ওদের ওখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। এলাকার কেউ হয়তো পুলিশকে খবর দিয়েছে। আমি নীচে নামাতেই দেখি পুলিশের দুটো ভ্যান দাঁড়িয়ে রয়েছে। আর ওদের তিনজনকেই থানায় ধরে নিয়ে গিয়েছে পুলিশ। আমিও থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।

আরও পড়ুনঃ পরকীয়ার শাস্তি হিসেবে বোরখা খুলে বেধড়ক মারধর! নিজের হজ ফেরত মাকে ধর্ষণ ছেলের

সূত্র মারফৎ খবর, পুলিশ ইতিমধ্যেই ওই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কিন্তু কেন হঠাৎ মাঝরাতে কাউন্সিলরের বাড়িতে হামলা চালানো হল, সে বিষয়ে এখনো পরিষ্কার তথ্য উঠে আসেনি। তবে তদন্ত নেমে পুলিশ ঘটনার আসল কারণ জানার চেষ্টা করছে। আর এই ঘটনার পর গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চরম চাঞ্চল্য। প্রতিবেশীরাও অনেকে ভয় ভয় দিন কাটাচ্ছে।

Leave a Comment