কে হবেন আগামী উপরাষ্ট্রপতি? বিজেপির নজরে ৯ জনের নাম, দেখে নিন তালিকা

Vice President Election

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice President Election)। হ্যাঁ, রাজনৈতিক মহলে ইতিমধ্যে এ নিয়ে জোর জল্পনা। কাকে বেছে নেবে শাসক দল বিজেপি? উল্লেখ্য, 19 আগস্ট মঙ্গলবার এনডিএর বৈঠকে প্রার্থী নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে বেশ কয়েকটি সূত্র মারফৎ খবর।

সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে তুঙ্গে জল্পনা

মিডিয়া রিপোর্টে উঠে এসেছে এখন বেশ কয়েকটি নাম। হ্যাঁ, এর মধ্যে রয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা, বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত, কর্ণাটকের রাজ্যপাল ঠাকুরচাঁদ গেহলট, সিকিমের রাজ্যপাল ওম মঠুর এবং জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

এর পাশাপাশি জাতিসংঘের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা চিন্তাবিদ শেশাদ্রি চারির নামও আলোচনায় থেকে যাচ্ছে। এমনকি বর্তমানে রাজ্যসভার উপ-সভাপতি হরিবংশও সম্ভাব্য প্রার্থী হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছেন। বিশেষ করে আগামীতে বিহারের বিধানসভা নির্বাচন থাকায় তাঁর নামকে গুরুত্বের সঙ্গে এখন দেখা হচ্ছে।

এদিকে বিজেপির শীর্ষ নেতারা দাবি করছে যে, এবার এমন একজন নেতাকে উপরাষ্ট্রপতি করা হবে, যিনি দলের এবং সঙ্ঘের ভাবধারা সম্পর্কে উপলব্ধ। হ্যাঁ, গত এক মাসে দেশে একাধিক রাজ্যের রাজ্যপাল এবং লেফটেন্যান্ট গভর্নর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই নিয়েই জল্পনা আরো তীব্র হচ্ছে।

কবে হবে নির্বাচন?

উল্লেখ্য, সম্প্রতি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পরই নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে ফেলেছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 21 আগস্টের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে এবং 22 আগস্ট মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে। এমনকি 25 আগস্টের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে আর 9 সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ এবং ওই দিনই হবে গণনা।

আরও পড়ুনঃ মধ্যরাতে বরানগরের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা যুবতীর! চলে ভাঙচুর, আটক ৩

উল্লেখ্য জানিয়ে রাখি, এটি হবে দেশের 17 তম উপরাষ্ট্রপতি নির্বাচন। আর উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে মূলত সংসদের দুই কক্ষ অর্থাৎ লোকসভা ও রাজ্যসভার সদস্যদের ভোটের ভিত্তিতেই। এখন বিজেপি কাকে বেছে নেবে, তা নিয়েই জল্পনা তুঙ্গে। শুধু আগামী কয়েকটা দিনের অপেক্ষা।

Leave a Comment