সহেলি মিত্র, কলকাতা: প্রতারণার হাত থেকে বাঁচাতে রাজ্য ও কেন্দ্র সরকারি কর্মীদের পাশে দাঁড়াল পুলিশ। বিগত বেশ কিছু সময় ধরে অভিযোগ করছিল পেনশন প্রাপকরা নানাভাবে প্রতারিত (Cyber Fraud) হচ্ছেন। সাইবার প্রতারকদের হাতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিভিন্ন তথ্য চলে যাচ্ছিল। এবার এই সকল ঘটনা রুখতে আসরে নামল ব্যারাকপুর পুলিশ। শুরু করা হল একটি বিশেষ প্রোগ্রাম যেখানে প্রতারককে হাত থেকে কীভাবে রক্ষা পাবেন কিংবা সাইবার জালিয়াতের ফাঁদে যাতে না পড়তে হয় সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য দেওয়া হবে।
প্রতারণা রুখতে বড় উদ্যোগ পুলিশের
পুলিশের কাছে বেশ কিছু সময় ধরে অভিযোগ উঠছিল, ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় বিদ্যুতের বিল দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা। বর্তমান পত্রিকার রিপোর্ট অনুযায়ী, এহেন পরিস্থিতিতে আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে সেজন্য ব্যারাকপুর পুলিস কমিশনার মুরলিধর শর্মা একটি কর্মসূচি শুরু করলেন। যার নাম “অর্পণ”।
জানা গিয়েছে, এই ‘অর্পণ’ কর্মসূচি প্রতিটি থানায় শুরু হয়েছে। এই কর্মসূচিতে রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা ওই আলোচনা সভায় উপস্থিত থাকছেন। সাইবার ক্রাইম এর অফিসাররা সাইবার প্রতারণা সম্পর্কে তাদের বোঝান।
১) বিদ্যুতের অফিস বা ব্যাংক বা পোস্ট অফিস থেকে ফোন করছেন বলে কোন ফোন এলে তা যেন ধরা না হয়।
২) কোনওরকম সন্দেহজনক ফোন এলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানাকে জানাতে হবে। এর জন্য একজন করে লোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি থানায়। তাদের মোবাইল নম্বর অবসরপ্রাপ্ত কর্মচারীদের বা পেনশন প্রাপকদের দিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বিপ্লবীর ভাগ্নে! গ্রেট ক্যালকাটা কিলিং আটকে দেওয়া কে এই গোপাল পাঁঠা?
পুলিশের “ই প্রহরি” কর্মসূচি
এখানে জানিয়ে রাখি, অর্পণের পাশাপাশি ব্যারাকপুর পুলিশ ‘ই প্রহরি’ নামেরও একটি কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির ক্ষেত্রে মুরলীধর শর্মার নির্দেশে বিভিন্ন থানার অন্তর্গত বড় অবসান কমপ্লেক্সে সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করা হচ্ছে। কয়েকটি আবাসনে ওই সচেতনতা শিবির তৈরি হয়েছে। সেখানকার আবাসিক দের সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করা হয়েছে। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন ব্যাঙ্ক কর্মীরাও। তাঁরা সাধারণ মানুষকে সচেতন করছেন যাতে কোনও অনাহুত নম্বর থেকে ফোন এলে না ধরতে।