সেপ্টেম্বর থেকে দেওয়া হবে সবুজ সাথীর সাইকেল, পুজোর আগেই লক্ষ্য পূরণের চেষ্টা নবান্নর

Sabuj Sathi

সৌভিক মুখার্জী, কলকাতা: কন্যাশ্রী দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ঘোষণা এবার বাস্তবায়নের পথে। হ্যাঁ, চলতি মাস থেকেই শুরু হচ্ছে সবুজ সাথী (Sabuj Sathi Scheme 2025) প্রকল্পের সাইকেল বিতরণের কাজ। নবান্নের মূল লক্ষ্য হল দূর্গাপূজার আগেই ছাত্র-ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া। 

12 লক্ষ ছাত্র-ছাত্রীদের জন্য সাইকেল

রিপোর্ট অনুযায়ী, গত 14 আগস্ট ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 12 লক্ষ স্কুল পড়ুয়া এবার এই প্রকল্পের আওতায় সাইকেল পাবে। সরকারি ছুটির পর নতুন সপ্তাহের শুরুতেই নবান্ন সক্রিয় হয়ে পড়েছে। আর ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কারা পাচ্ছে সাইকেল?

জানিয়ে দিই, সবুজ সাথী প্রকল্পের আওতায় মূলত নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা বিনামূল্য সাইকেল পেয়ে থাকে। আর এই দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর সম্প্রদায়ের কল্যাণ দপ্তরকেই। হ্যাঁ, এই প্রকল্প বাস্তবায়নের কাজ করছে পশ্চিমবঙ্গের এসসি এসটি ওবিসি উন্নয়ন ও আর্থিক বিষয়ক সংসদ। হিসাব বলছে, এর আগে 1 কোটি 38 লক্ষ পড়ুয়া ইতিমধ্যে সাইকেল পেয়েছে। আর এবারের বরাদ্দ শেষ হলে সেই সংখ্যা প্রায় দেড় কোটিতে পৌঁছবে।

প্রসঙ্গত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে রাজ্য জুড়ে পড়বে উৎসবের মরশুম। আর তার আগে যাতে সমস্ত পড়ুয়ারা নতুন সাইকেল হাতে পেয়ে যায়, সেজন্যই চেষ্টা চালাচ্ছে সরকার। ফলে আগস্ট মাসের শেষ নাগাদই জেলায় জেলায় সাইকেল পৌঁছে দেওয়ার তোড়জোড় শুরু হতে পারে। 

আরও পড়ুনঃ কে হবেন আগামী উপরাষ্ট্রপতি? বিজেপির নজরে ৯ জনের নাম, দেখে নিন তালিকা

এদিকে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই ঘোষণা শুধুমাত্র জনকল্যানের জন্য নয়, বরং এর সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনের সমীকরণও যুক্ত রয়েছে। হ্যাঁ, সরকারি প্রকল্পের উপভোক্তারা দীর্ঘদিন ধরেই শাসকদলের ভোট ব্যাঙ্ককে প্রভাব ফেলে এসেছে। তাই উৎসবের মরসুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

Leave a Comment