চিকিৎসায় গাফিলতিতে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার মৃত্যু, তুমুল বিক্ষোভ আসানসোল জেলা হাসপাতালে

Asansol

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের চিকিৎসার গাফিলতির অভিযোগ! রোগী মৃত্যুকে ঘিরে তুলকালাম অবস্থা আসানসোল জেলা হাসপাতালে। সুস্থ দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার এইরূপ পরিণতিতে হাসপাতাল চত্বরে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে মৃতের পরিবার ও পরিজনদের মধ্যে। এদিকে পরিস্থিতি সামাল দিতে রীতিমত নাকানি চুবানি অবস্থা আসানসোল দক্ষিণ থানার পুলিশের।

ঘটনাটি কী?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার অর্থাৎ ১৫ আগস্ট, দুপুরে জ্বর ও পেট ব্যথা নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয় মঙ্গল বারাবনির পাঁচগাছিয়ার বাসিন্দা তথা দ্বাদশ শ্রেণির ছাত্র মঙ্গল হেমব্রমকে। কিন্তু গতকাল অর্থাৎ রবিবার, মৃত্যু হয় সেই ছাত্রের। পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণে এই পরিণতি। আর এই ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছয়। আর সেই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী।

চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারের

এদিন দ্বাদশ শ্রেণীর মৃত ছাত্র মঙ্গল হেমব্রমের পরিবারের দাবি ছিল, গত ১৫ অগস্ট দুপুরে হঠাৎ করে পেটে যন্ত্রণা শুরু হয়, তাই তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ওইসময় মঙ্গল অতটাও অসুস্থ ছিলেন না, কোনো সাহায্য ছাড়াই সে নিজে হেঁটে হাসপাতালে ঢুকেছিলেন। এমনকি চিকিৎসকরাও আগে কোনও আশঙ্কার কথাও শোনাননি। তাহলে কীভাবে এমনটা হল? আর এই ঘটনার মধ্য দিয়েই চিকিৎসার গাফিলতির প্রসঙ্গ উঠে আসছে।

আরও পড়ুন: “হয় আমাকে বিয়ে করবে নইলে…” পঁয়ত্রিশের যুবতীর বাড়ির সামনে অবাক কাণ্ড ৭৫ এর বৃদ্ধের

মঙ্গল হেমব্রমের এই অকাল মৃত্যুতে পরিবারের উপর নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে মৃত ছাত্রের মা বাবা। দিন আনা দিন খাওয়া পরিবারের এইরূপ পরিণতিতে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা। তীব্র ধিক্কার জানিয়ে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন তাঁরা। এমনকি হুঁশিয়ারিও দেওয়া হয়েছে যদি পরিবারের দাবি না মানা হয় তাহলে বড় ঝামেলার আকার নেবে তাঁদের এই প্রতিবাদ। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment