প্রীতি পোদ্দার, কলকাতা: ED- পড়ে এবার CBI এর মামলা! নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড় স্বস্তি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শীর্ষ আদালত থেকে অবশেষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। শুধু তিনি নন, তাঁর সঙ্গে এই মামলায় জামিন পেয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবংএসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাও। তবে এখনও প্রেসিডেন্সি সংশোধনাগারেই থাকবেন পার্থ চট্টোপাধ্যায়।
জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়!
সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের ডিভিশন বেঞ্চে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি মামলাটি উঠেছিল। এদিন পার্থের আইনজীবী দাবি করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা ED যে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল, সেই সমস্ত শর্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনেছেন পার্থ। তাই এবার তাঁকে CBI-এর মামলাতেও জামিন দেওয়া হোক। এমতাবস্থায় CBI জামিনের বিরোধিতা করলে পার্থের আইনজীবী পাল্টা দাবি করেন যে তিনবছর হয়ে গেলেও এখনও শিক্ষক নিয়োগ মামলার তদন্তে নতুন কোনও সূত্র উঠে আসেনি। তাহলে কী হিসেবে তাঁকে বছরের পর বছর এই মামলায় ভুগতে হবে?
একাধিক শর্ত পার্থ চট্টোপাধ্যায়ের ওপর
শেষে দু’পক্ষের সওয়াল-জবাবের পর নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের ডিভিশন বেঞ্চ। জামিন পেয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাও। তবে ইডি নির্দেশের মতোই পার্থ চট্টোপাধ্যায়কে CBI মামলাতেও একই শর্তে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। পাসপোর্ট জমা রাখা থেকে শুরু করে নিয়মিত হাজিরা, এলাকা ছেড়ে না যাওয়া না ইত্যাদি শর্ত আরোপ করা হয়েছে।
আরও পড়ুন: মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না মমতা! নেপথ্যে ৩ বড় কারণ
সোমবার সুপ্রিম কোর্টের নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতিদের নির্দেশে রীতিমত আশার আলো খুঁজে পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে এখনই জেলমুক্ত হচ্ছেন না পার্থ বাবু। আইনজীবীদের একাংশের মতে, ইডি ও সিবিআই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন পেলেও তাঁর বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও বেশ কয়েকটি মামলা এখনও রয়েছে। তবে সেক্ষেত্রে বাকি মামলাগুলিতেও সহজে জামিন মিলবে বলে আশা পার্থর ঘনিষ্ঠ মহলের।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। পার্থের ‘ঘনিষ্ঠ বন্ধু’ অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁদের।