ভিন্ন ধর্মে বিয়ে, যুবকের পরিবারের উপর হামলা মেয়ের আত্মীয়দের! দেওয়া হল ধর্ষণের হুমকিও

Haldibari

প্রীতি পোদ্দার, কলকাতা: ভিন ধর্মের সঙ্গে বৈবাহিক সম্পর্ক নিয়ে হুলুস্থুল কাণ্ড হলদিবাড়িতে! গভীর রাতে ছেলের বাড়ি থেকে হামলার অভিযোগ উঠে এল মেয়ের পরিবারের বিরুদ্ধে! দুই গোষ্ঠীর মধ্যে প্রবল বাকবিতন্ডা এবং মারধরের জেরে আহত হয়েছেন ছেলের বাবা এবং দাদা। আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন তাঁরা। তদন্তের দাবি তুলল ছেলের পরিবার।

ঘটনাটি কী?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত শনিবার অর্থাৎ ১৬ আগস্ট রাত ১১ টা নাগাদ, মেখলিগঞ্জ বিধানসভার হেমকুমারী অঞ্চলের মাঝাপাড়া এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। সুইটি পারভিন এবং মুকুল রায় এর বৈবাহিক সম্পর্ক মেনে নিতে পারেনি মেয়ের পরিবার। অভিযোগ উঠেছিল ছেলের পরিবার ভিন ধর্মের। এরপর তাঁদের এই বৈবাহিক সম্পর্ক প্রকাশ্যে আসতেই প্রায় ১৫০ জন দুষ্কৃতী ছেলের বাড়িতে চড়াও হয়। রীতিমত বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকার প্রবেশ করে দুষ্কৃতীরা, চলে ভাঙচুর এবং পরিবারের সদস্যদের উপরেও অত্যাচার চালায় দুষ্কৃতীরা। বাড়ির মহিলাদের দেওয়া হয় ধর্ষণের হুমকি। গোটা ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছেলের বাবা মধুসূদন রায় এবং দাদা নকুল রায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসা চলছে।

অভিযোগ দায়ের ছেলের পরিবারের তরফে

এই ঘটনায় ছেলের পরিবারের উপর মেয়ের পরিবারের এই ভয়ংকর হামলাকে ভালো নজরে দেখছেন না স্থানীয় গ্রামের বাসিন্দারা। ইতিমধ্যেই ছেলের পরিবারের তরফ থেকে সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে হলদিবাড়ি থানায়। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি পুলিশ প্রশাসন এই ঘটনায় দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি না দেন তাহলে তারা ভবিষ্যতে বৃহৎ আন্দোলনের তোড়জোড় শুরু করবেন। এদিকে এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। ছেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশ। এবং আইনি সহযোগিতার আশ্বস্ত দেন।

আরও পড়ুন: সিবিআই মামলাতেও পার্থকে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের, কবে শেষ জেলযাত্রা?

উল্লেখ্য, গতকাল অর্থাৎ রবিবার ঘটনাস্থল পর্যবেক্ষণ করতে আসেন জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক দধিরাম রায়, মেখলিগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি শংকর বর্মন, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি পীযূষ কান্তি রায়, প্রাক্তন সভাপতি প্রসন্নকুমার রায় সহ অপূর্ব কুমার রায়, দীনবন্ধু রায়, মলয় ঘোষ, বিপ্লব রায় প্রমূখ। মাঝরাতে দুষ্কৃতীদের এই হামলার জেরে রীতিমত চাঞ্চল্যকর পরিস্থিতি গোটা এলাকা জুড়ে। তবে এই ঘটনা নিয়ে এখনও মেয়ের পরিবারের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Comment